সুমন তরফদার। কলকাতা সারাদিন।
কয়দিন আগে তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতাদের মধ্যে শৃঙ্খলা রক্ষার জন্য যে কমিটি গুলি গঠন করে দিয়েছিলেন তার মধ্যে একাধিক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন তিনি। তারপরেও কলকাতার মেয়র তথা রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম প্রকাশ্যে অস্বস্তিকর সম্প্রদায়িক মন্তব্য করে রাজনৈতিক বিড়ম্বনায় ফেলেছেন তৃণমূলকে। তবে ফিরহাদ হাকিমের মন্তব্যের কোন দায় তৃণমূল নেবে না বলে স্পষ্ট করে দিল দল।
ফিরহাদ হাকিমের মন্তব্য দল সমর্থন করে না বলে কড়া বার্তা দেওয়া হল তৃণমূলের তরফে। আজ তৃণমূলের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। রাজ্যের এক সিনিয়র মন্ত্রী ও কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। সেই মন্তব্য দল অনুমোদন করে না বলে জানিয়ে দেওয়া হল। এটাও স্পষ্ট করা হয়েছে, তৃণমূলের অবস্থান বা আদর্শ এই বক্তব্যে প্রকাশিত হয় না। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে দেয়, এমন কোনও মন্তব্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যখন অত্যাচারের একের পর এক অভিযোগ, গত কয়েকদিনে সামনে এসেছে, তখনই ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিয়ে করা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক! শনিবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর পোস্ট করা একটি ভিডিওয় মুসলিমদের নিয়ে মন্তব্য করতে শোনা যায় ফিরহাদ হাকিমকে। তিনি বলেন, “আমি এমন একটি সম্প্রদায় থেকে, যে সম্প্রদায় বাংলাতে তো ৩৩ শতাংশ, কিন্তু হিন্দুস্তানে মাত্র ১৭ শতাংশ, আমাদের সংখ্যালঘু বলা হয়। আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, …তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব। কিছু হলেই মোমবাতি মিছিল করা হয়। উই ওয়ান্ট জাস্টিস… উই ওয়ান্ট জাস্টিস। আমি বলছি মিছিল করে বিচার চেয়ে কিছু হবে না। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে বিচার চাইতে হবে না, তুমি নিজেই বিচার করবে।”
তৃণমূলের পক্ষ থেকে সমাজমাধ্যমে পোস্ট করে লেখা হয়েছে, ‘গত পরশু দিন একটি অনুষ্ঠানে মন্ত্রী ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, তার থেকে তৃণমূল কংগ্রেস পরিবার দৃঢ় ভাবে নিজেদের বিচ্ছিন্ন করছে এবং ওই মন্তব্যের তীব্র নিন্দা করছে। এই ধরনের মন্তব্যে দলের অবস্থান এবং আদর্শের প্রতিফলন ঘটে না। শান্তি, একতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আমাদের দলের দায়বদ্ধতা অপরিবর্তিত রয়েছে। পশ্চিমবঙ্গের সামাজিক বন্ধনকে হুমকির মুখে ঠেলে দেয় এমন যে কোনও মন্তব্যের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
খোদ মুখ্যমন্ত্রীর তিরস্কারের মুখে পড়লেন রাজ্যের পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলে সূত্রের খবর। তৃণমূল কংগ্রেসের একটি সূত্র বলছে, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্পষ্ট অসন্তোষের বার্তা ফিরহাদ হাকিমকে জানিয়েও দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের যে ফিরহাদের মন্তব্য সায় নেই তাও তাঁকে বলা হয়েছে। পুরমন্ত্রীর বক্তব্যকে দল অনুমোদন দেয় না সেটাও জানানো হয়েছে। এমনকী ধর্ম নিয়ে ‘অবাঞ্ছিত’ মন্তব্য করার প্রেক্ষিতে সতর্ক করা হয়েছে ফিরহাদকে। ফিরহাদ অবশ্য নিজেই তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য।
কী বলেছিলেন ফিরহাদ? এক সংগঠনের ডাকে শিক্ষা সম্মেলনে যোগ দেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে গিয়ে রাজ্যের পুরমন্ত্রী বলেছিলেন, ‘বাংলায় আমরা ৩৩ শতাংশ। আর ভারতে মাত্র ১৭ শতাংশ। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবী না। আমরা ভাবী, সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের উপরে থাকে, তা হলে আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হবো। সর্বশক্তিমানের এই ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব।’ মেয়রের এমন মন্তব্যে বিভাজনের গন্ধ রয়েছে বলে সরব হন বিরোধীরা।