কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের নয়াপুটের দূর্গাপুরে এলাকার আর্থিক ভাবে দুর্বল মানুষদের হাতে শীতের চাদর তুলে দেওয়া হল।দূর্গাপুর তারা মা ও শনিবাবা মন্দির কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সারা দেশ জুড়ে বড়দিনের উৎসবের আবহে ছিলো।সেই আবহেই এদিন সন্ধ্যায় মন্দিরে সামনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দূর্গাপুর,নরসিংহপুর, জানুবসান বিভিন্ন এলাকার দু:স্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় চাদর ।
অনুষ্ঠানে পৌরহিত্য করেন মন্দির কমিটির সহ সভাপতি দেব কুমার মাইতি।অন্যান্যদের মধ্যে প্রভাংশু মাল,অসীম ভূঞ্যা,কল্যান মাইতি,শ্রীকৃষ্ণ মাইতি,শংকর মাইতি প্রমুখ মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্দির কমিটির সমাজসেবা সম্পাদক রামকৃষ্ণ মাল জানিয়েছেন শুধু মন্দিরের সামনে নয়।বয়স জনিত কারনে যে বৃদ্ধ-বৃদ্ধারা সন্ধ্যায় মন্দিরের অনুষ্ঠানে এসে চাদর নিতে পারেন নি,রাত্রেই তাঁদের বাড়িতে বাড়িতে গিয়ে চাদর তুলে দেওয়া হয়েছে।