ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Cyclone Asna : ভয়ংকর বেগে ছুটে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’! ফুঁসছে আরব সাগর, শুক্রবারই ‘খেলা শুরু’..! কী হবে বাংলায়?

Cyclone Asna : ভয়ংকর বেগে ছুটে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’! ফুঁসছে আরব সাগর, শুক্রবারই ‘খেলা শুরু’..! কী হবে বাংলায়?

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। আবহাওয়ার বিরাট ভোলবদল হয়েছে গত এক-দু’দিনে। কোথাও ভারী বৃষ্টি তো কোথাও আবার মাঝারি বৃষ্টি। । ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত। এই সাইক্লোনিক সার্কুলেশনটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রতল থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত....

Cyclone Asna : ভয়ংকর বেগে ছুটে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’! ফুঁসছে আরব সাগর, শুক্রবারই ‘খেলা শুরু’..! কী হবে বাংলায়?

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Cyclone Asna : ভয়ংকর বেগে ছুটে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’! ফুঁসছে আরব সাগর, শুক্রবারই ‘খেলা শুরু’..! কী হবে বাংলায়?

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। আবহাওয়ার বিরাট ভোলবদল হয়েছে গত এক-দু’দিনে। কোথাও ভারী বৃষ্টি তো কোথাও আবার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।

আবহাওয়ার বিরাট ভোলবদল হয়েছে গত এক-দু’দিনে। কোথাও ভারী বৃষ্টি তো কোথাও আবার মাঝারি বৃষ্টি। । ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত।

এই সাইক্লোনিক সার্কুলেশনটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রতল থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি দক্ষিণের দিকে খানিকটা হেলে অবস্থান করছে।

এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে চলেছে।
২৯ অগাস্ট পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত হবে এই নিম্নচাপক্ষেত্রটি। আগামী দু দিনে এটি উত্তর ও উত্তর পশ্চিমদিকে অগ্রসর হবে। যা ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে এই নিম্নচাপের প্রভাব পড়বে।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, গভীর নিম্নচাপের পাশাপাশি ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস রয়েছে। গুজরাত উপকূলে উত্তর আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইএমডি সূত্রে খবর, ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূলকে প্রভাবিত করার সম্ভাবনা কম, কারণ সৌরাষ্ট্র-কচ্ছের উপর বিরাজমান গভীর নিম্নচাপ শুক্রবারের মধ্যে উত্তর আরব সাগরে সরে যাবে।

বৃহস্পতিবার (৫.৩০ সকাল স্যাটেলাইট পর্যবেক্ষণ) হিসাবে, আইএমডি বলেছে যে গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গেছে এবং ভূজের প্রায় ৬০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, নালিয়া থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং পাকিস্তানের করাচি থেকে ২৭০কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা সকলেরই মনে আছে। এর আগেও আয়লা, আমফান, ইয়াস ও মোখার মতো ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। রিমলের পর যে ঘূর্ণিঝড় হবে তার নাম রেখেছে পাকিস্তান। রিমলের পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম পাকিস্তান রেখেছে আসনা। মনে করা হচ্ছে, ১৯৬৪ সালের অগাস্টের পর এটি হবে আরব সাগরে দ্বিতীয় ঘূর্ণিঝড়।

সাধারণত বর্ষার মরশুমে ঘূর্ণিঝড় অস্বাভাবিক। বর্ষা ঋতুতে গঠিত নিম্নচাপ (বায়ুর গতিবেগ ৩১ – ৫০ কিমি/ঘণ্টা-সহ সিনপটিক সিস্টেম) প্রায় ৬-৯ কিমি এবং অনুভূমিকভাবে উল্লম্বভাবে বিস্তৃত হতে পারে, কয়েক হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর কেন্দ্রস্থল ঠান্ডা এবং এই মৌসুমি নিম্নচাপগুলি পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ দিকে হেলে পড়ে। এই উচ্চ উল্লম্ব বায়ু শিয়ার এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা সৃষ্ট শক্তিশালী বাধার কারণে, জুন-সেপ্টেম্বরের মরশুমে গঠিত নিম্নচাপগুলি ঘূর্ণিঝড়ে তীব্র হয় না।

বৃহস্পতিবার সকালে জারি করা আবহাওয়ার আপডেটে, আবহাওয়া বিভাগ বলেছে, ‘গভীর নিম্নচাপটি পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে সরে যেতে পারে, উত্তর-পূর্ব আরব সাগরে, কচ্ছ এবং সংলগ্ন সৌরাষ্ট্র ও পাকিস্তান উপকূলে উদ্ভূত হতে পারে। শুক্রবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপরে, এটি পরবর্তী দুই দিনের মধ্যে ভারতীয় উপকূল থেকে উত্তর-পূর্ব আরব সাগরের উপর দিয়ে প্রায় পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে।’

আইএমডি-র নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের তথ্য থেকে জানা যায় যে আরব সাগরে উৎপন্ন নিম্নচাপ বা তাদের তীব্রতা ১৯৬১, ১৯৬৪ এবং ২০২২সালে রেকর্ড করা হয়েছিল। কিন্তু এগুলোর কোনওটিই ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। অন্যদিকে, ১৯২৬, ১৯৪৪ এবং ১৯৭৬ সালে স্থলভাগে থাকাকালীন নিম্নচাপগুলি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল।

আজকের খবর