ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Agitation against CBI : “সিবিআই-কে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর”, রাজপথে প্রতিবাদী স্লোগান উঠল মিছিলে

Agitation against CBI : “সিবিআই-কে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর”, রাজপথে প্রতিবাদী স্লোগান উঠল মিছিলে

সুমন তরফদার। কলকাতা সারাদিন। কলকাতার রাজপথে জ্বলে উঠেছে প্রতিবাদী স্লোগান-“সিবিআই-কে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর।” এই স্লোগান নিয়েই বৃহস্পতিবার নাগরিক সমাজের একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হলো, যা তরুণী চিকিৎসক আরজি করের ধর্ষণ ও হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে সংগঠিত....

Agitation against CBI : “সিবিআই-কে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর”, রাজপথে প্রতিবাদী স্লোগান উঠল মিছিলে

  • Home /
  • কলকাতা /
  • Agitation against CBI : “সিবিআই-কে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর”, রাজপথে প্রতিবাদী স্লোগান উঠল মিছিলে

সুমন তরফদার। কলকাতা সারাদিন। কলকাতার রাজপথে জ্বলে উঠেছে প্রতিবাদী স্লোগান-“সিবিআই-কে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর।”....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

কলকাতার রাজপথে জ্বলে উঠেছে প্রতিবাদী স্লোগান-“সিবিআই-কে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর।” এই স্লোগান নিয়েই বৃহস্পতিবার নাগরিক সমাজের একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হলো, যা তরুণী চিকিৎসক আরজি করের ধর্ষণ ও হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে সংগঠিত হয়েছে।

মিছিলে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরাও যোগদান করেন, সঙ্গে ছিলেন অভিনেতা চন্দন সেন, বাদশা মৈত্র, গায়ক অভিজিৎ বর্মণ (পটা), গায়ক দুর্নিবারসহ অন্যান্য পরিচিত মুখ।

এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক ও শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন।

মিছিলটি কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত চলে। এতে সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের পুত্র সুচেতনও অংশগ্রহণ করেন। তিনি জানান, যথাযথ বিচার নিশ্চিত করার দাবিতেই তিনি এই মিছিলে যোগ দিয়েছেন। মিছিলে বড় ব্যানারে লেখা ছিল, “বাধা দিলে বাধবে লড়াই” এবং “মুক্ত করো ভয়”।

এদিকে, গায়ক পটা বলেন, “যারা আসল অপরাধী, তারা যাতে শাস্তি পায়, সেই দাবি জানাতেই আমি এসেছি। এই ঘটনা আমাদের মনে গভীর আঘাত দিয়েছে।” ময়দানের তিন প্রধান ক্লাবের সমর্থকরাও অপরাধীদের শাস্তির দাবিতে একসঙ্গে মিছিলে যোগ দিয়েছেন।

নাগরিক সমাজের এই মিছিল কলেজ স্কোয়্যার থেকে দক্ষিণ-মুখে গিয়েছিল। তার আগে, অধীর চৌধুরী, ইশা খান চৌধুরী, মনোজ চক্রবর্তী ও অসিত মিত্রের নেতৃত্বে কংগ্রেসের একটি বিশাল মিছিল উত্তর-মুখে গিয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের মিছিল কলকাতায় আগেও হয়েছে, কিন্তু অধীরের নেতৃত্বে এটি দীর্ঘদিনের মধ্যে সবচেয়ে বড় মিছিল হিসেবে পরিচিত।

এই বিশাল জনসমাবেশ এবং স্লোগান দ্বারা সৃষ্ট উত্তেজনা ও প্রতিবাদ মূলত দোষীদের বিরুদ্ধে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য।

আজকের খবর