কোন্নগরে গুলিকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত, শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করল চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়া থানার পুলিশ আধিকারিকরা, প্রসঙ্গত মঙ্গলবার হুগলির কোন্নগর রিযড়া সীমানা লাগোয়া এলাকায় গুলিবিদ্ধ হয় ট্রান্সপোর্ট ব্যবসায়ী শামসুদ্দিন আনসারী রিযড়া বাঘ-খাল এলাকার বাসিন্দা ট্রান্সপোর্ট ব্যবসায়ী গুলিবিদ্ধ হন,
ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অত্যন্ত তৎপরতার সাথে চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত রঞ্জন যাদবকে, রঞ্জন কোন্নগর বাঘখাল ২ নম্বর লাইনের বাসিন্দা,
পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে অনুমান এলাকাবাসীর। অভিযুক্ত রঞ্জন যাদব সাংবাদিকদের কাছে বলেন “দুই ভাই মিলে আমার মাকে মারধর করেছিল তাই জন্য গুলি করলাম।”
বুধবার উত্তরপাড়া থানার পুলিশ আধিকারিকরা রঞ্জনকে শ্রীরামপুর মহকুমা আদালতের পেশ করে, গোটা ঘটনায় এখনো আতঙ্ক কোন্নগর জুড়ে। স্থানীয় সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী আক্রান্ত শামসুদ্দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি, গুলি বার করা গেলেও তার সংকট এখনো কাটেনি।