সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
বাংলার বুকে মুক্তির জন্য সিনেমা হলে জায়গা পাচ্ছে না বাংলা ছবি। তাও যেখানে ছবির মূল চরিত্রে খোদ দেব।
আগাম ঘোষণা করেও তাই বাধ্য হয়ে বাঙালি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন অভিনেতা তথা তৃনমূল সাংসদ দেব।
এর মাঝেই একসঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি। রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’, দেব অভিনীত ‘খাদান’, প্রতিম.ডি. গুপ্তা পরচালিত ‘চালচিত্র’ ও মানসী সিনহার ‘৫ নং স্বপ্নময় লেন’। টলিউডের নামজাদা পরিচালক ও স্টার কাস্টের সমন্বয়ে ক্রিসমাসে বাংলা ছবি একবারে পসরা সাজিয়ে বসবে সে কথা বলাইবাহুল্য। হল পেতে সমস্যা হচ্ছে রাজ-দেবের মতো ইন্ডাস্ট্রির হাই প্রোফাইল স্টারদের।
কিন্তু দক্ষিণী ছবি পুষ্পা ২ র দাপটে কোণঠাসা বাংলা ছবি।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাপক্ষ-র কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক মাইতি তীব্র প্রতিবাদ করে বলেন, “এটা জাতির লজ্জা। আমাদের ১ নং স্টারের সিনেমা হল পাচ্ছে না বাংলার মাটিতে৷ এর জন্য দায়ী আমরা এবং রাজ্য সরকার৷ নিজের মাটিতেই বারবার বঞ্চিত হচ্ছে বাংলা সিনেমা। আমরা এত লড়ার পর একটু এগিয়েছিল তথ্য ও সংস্কৃতি দপ্তর। কিন্তু তারপর আর এগোয়নি৷ আমরা (বাংলা পক্ষ) রাস্তায় নামছি। খাদান বা কোনো বাংলা সিনেমাকেই বঞ্চিত করা যাবে না৷ ”
তৃনমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “পুষ্পা 2, চলুক। কিন্তু সামনে চারটি নতুন বাংলা সিনেমা আসছে। খাদান, সন্তান, 5 নং স্বপ্নময় লেন, চালচিত্র। পাশাপাশি বহুরূপী এখনও দাপটে চলছে। বাংলা ছবির হল পেতে সমস্যার কথা শোনা যাচ্ছে কেন? হিন্দি বা অন্য ছবি চলবে। কিন্তু বাংলা ছবিকে যথাযথভাবে দর্শকের দরবারে হাজির হওয়ার সুযোগ তো দিতে হবে। দর্শক ভালোমন্দ বিচার করবেন তারপর। চারটি নতুন ছবি একসঙ্গে। বড় কম কথা নয়। হল সমস্যার সুষ্ঠু সমাধান হোক।”
রাজ চক্রবর্তী বলেন, ‘চারটে চার রকমের বাংলা সিনেমা আসছে। এই চারটি ছবিকেই জায়গা দেওয়া উচিত। বাংলার জন্য বাংলা সিনেমাকে ফার্স্ট প্রায়োরিটি দেব। কেউ আগে থেকে বিচার করতে পারে না কোন ছবি ভাল চলবে আর কোনটা খারাপ। বাংলা ছবি, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এখানকার হলমালিকদের বাংলা ছবিকে সাপোর্ট করা উচিত। একটা ছবি যখন তৈরি হয় তখন সেখানে আবেগ, অর্থ, পরিশ্রম জড়িয়ে থাকে। তাই আমার মনে হয় বড়দিন চারটে বাংলা ছবিকেই একটা জায়গা দেওয়া উচিত।’