কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
আবারো সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি১ ব্লকের হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বজ বজিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর ৯ জন তৃণমূল কংগ্রেস দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন।
জয়ীদের মধ্যে হলেন বরুণ সামন্ত, কালিপদ ভূঁইয়া, পিন্টু বেরা, সুশান্ত ভূঁইয়া, পুষ্পিতা জানা, সোনালী পড়্যা,হরিপদ বর, চন্দন পড়্যা, তাপস পাল।
আগামী দিনে এই সমবায় সমিতি স্বচ্ছতার সঙ্গে মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন জয়ী প্রার্থীরা।
এই নিরঙ্কুশ জয়ের জন্য অভিনন্দন জ্ঞাপন করেছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বিমান কুমার নায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা নায়ক হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদর্শন রাউত প্রমূখ।