শোভন গায়েন। কলকাতা সারাদিন।
“কালীঘাট হল ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার, ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত।” বিরসা মুন্ডার জন্মদিন পালনে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।
ঝাড়গ্রামের গাইঘাটাতে বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে এসে বর্ণাটা শোভাযাত্রায় যোগদান করেন এবং বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ”উত্তরবঙ্গে রাজ্যসরকার জমি দেয়নি। দিলে সেখানেও এমস তৈরী করত কেন্দ্রীয় সরকার। জমি দিলে ঝাড়গ্রামে একলব্য স্কুল হবে। নটা স্কুল করতে চেয়েছে ভারত সরকার। রাজ্য সরকার জমি দিচ্ছেনা টাকা চায়। ”
লটারি কেলেঙ্কারি নিয়ে তিনি বলেন, ” লটারি কেলেঙ্কারি নিয়ে আমি দুবছর লাগাতার বলেছি। ডিয়ার লটারি, মাটিন লাটারি এগুলো ভাইপোর। ভোটে ৬০০কোটি টাকা টিএমসির এলেক্টোরাল বন্ডে।রাজ্য সরকার কে সাড়ে চারহাজার কোটি টাক ট্যাক্স দিয়েছে।লটারি লেগেছে অনুব্রত ও তার মেয়ের, জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ও তার স্ত্রীর। এরকম অসংখ্য তৃণমূলের নেতা নেত্রী দের প্রাইজ লাগে। আনসোলড টিকিটে প্রাইজ লাগে না। এটা সাধারন মানুষের লাগে না। এটা দক্ষিণ ভারতের ডিএমকে এবং এরাজ্য তৃনমূল এই দুজনের ব্যাবসা। প্রমান হবে বিরোধী দলনেতার অভিযোগ সত্যি। এর সাথে ভাইপো, প্রতিক জৈন, আইপ্যাক যুক্ত। এর ডিল হয়েছে চেন্নাইয়ে বসে। ”
সরকারি বাস উধাও প্রসঙ্গে তিনি বলেন, ” সরকারি বাস রাস্তায় উঠে যাচ্ছে প্রসঙ্গে বলেন গোটা ট্যাব খেয়ে নিচ্ছে বাসও খেয়ে নিচ্ছে। ” এছাড়াও ট্যাব কেলেঙ্কারি প্রসঙ্গে তিনি বলেন, ” এটা নিয়ন্ত্রিত হয়েছে মমতার বাড়ি থেকে। তৃণমূল যুক্ত রয়েছে। গতকাল ও বলেছি রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবার ও চোর। নিচুতলার কর্মীরা বলছে উনি ঝারতে পারলে আমরাও পাঁচটা ট্যাবের ৫০ হাজার ঝারতে পারলে ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে।”
২১শে ঝাড়গ্রাম জেলায় বিধানসভা ভোট গ্রহণের পরের দিন ভোর রাতে ১২ বছর আগে ঘটে যাওয়া রাজধানী এক্সপ্রেস আটক করার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে বাড়ি থেকে গ্রেফতার করে। ওই মামলায় বছর দেড়েক আগে শর্তসাপেক্ষে হাইকোর্ট থেকে জামিন পায় ছত্রধর মাহাতো। এই শর্ত অনুযায়ী তিনি জামিন পেলেও নিজের জেলা ঝাড়গ্রাম এছাড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া এই পাঁচটি জেলাতে তিনি যেতে পারবেন না বলে শর্ত জারি করেছিল হাইকোর্ট। সম্প্রতি তিনি সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
ছত্রধর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ”উনি খুনি নেতা জ্ঞানেশ্বরীতে ১২৯ জন খুনের আসামী। পুলিশ সরে ঝাড়গ্রামে তৃণমূল ধপ করে পড়ে যাবে।”