বৃহস্পতিবার মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে মেদিনীপুর শহরের ব্যস্ততম এলাকায় অবৈধভাবেরাস্তা দখল করে যে সকল হকার ব্যবসা করতেন, সেই সকল হকারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়।মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান মেদিনীপুর শহরের এল আই সি মোড় , কালেক্টরেট হয়ে সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় বাস ঢোকা , বেরানোর সময় রাস্তা দখল করে হকাররা ব্যবসা করার জন্য অসুবিধা হচ্ছে।
বারবার মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে হকারদের রাস্তা দখল করে ব্যবসা করতে নিষেধ করা সত্ত্বেও তারা কোন কথা শোনেননি, তাই বৃহস্পতিবার এজন্য হকারদের হঠিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু বাজেয়াপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ওই এলাকার রাস্তা থেকে ৫৬ জন ব্যবসায়ীকে ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন আগামী দিনে ও মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান আরো বলেন যে রাস্তা দখল করে যদি কেউ এবার থেকে ব্যবসা করেন তাহলে তার বিরুদ্ধে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই তিনি হকারদের রাস্তা দখল করে ব্যবসা না করার জন্য আবেদন জানান।