সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
দূর দূরান্ত থেকে ছুটে আসছে আর্ত অসুস্থ মানুষ। নতুন আশার আলো জাগিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়।
এবার সেবাশ্রয় শিবিরে গুরুতর অসুস্থ এক শিশুকে আনা হলে তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিষ্ণুপুরের পানাকুয়া গ্রাম পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত সেবাশ্রয় শিবির পরিদর্শন করতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় জটিল অসুস্থতার সঙ্গে লড়াই করা একরত্তি শিশু কৃতি মান্নার বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন।
দুশ্চিন্তাগ্রস্ত বাবা-মা শিশুটিকে শিবিরে নিয়ে আসেন, শিশুটির করুণ অবস্থা তাঁকে গভীরভাবে স্পর্শ করে। তিনি শিশুটির শারীরিক অবস্থা মনোযোগ দিয়ে দেখেন এবং পাশে থাকার আশ্বাস দেন এবং শিশুটিকে সুস্থ করতে পরিবারটিকে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দেন।
ডাক্তাররা বলছেন, শিশুটির বিশেষ চিকিৎসা দরকার এবং একটি ইনজেকশন প্রয়োজন, যেটি দিল্লির এইমস-এ পাওয়া সম্ভব।
সেবাশ্রয়ের স্বেচ্ছাসেবক ও ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেন যাতে সেই ইনজেকশন এবং চিকিৎসা কলকাতাতেই দেওয়া সম্ভব হয়।
বিশেষ ইনজেকশনগুলির একটি সিরিজ সম্পন্ন হওয়ার পর, তিনি শিশুটির প্লাস্টিক সার্জারির জন্যও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।