প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
মুম্বইয়ের বুকে যেন এক টুকরো বাংলা। এমন ছবি ধরা পড়ে প্রত্যেক বছর রানি মুখার্জির বাড়ির দুর্গাপুজোয়।
কলকাতা ও বাংলার বাইরে দিল্লি, মুম্বইয়েও ধুমধাম করে হচ্ছে দুর্গাপুজো। যত দিন যাচ্ছে, পুজোর সংখ্যা বাড়ছে। তবে মুম্বইয়ের পুজোগুলির মধ্যে অন্যতম মুখার্জি বাড়ির (Mukherjee house Puja) পুজো। যেখানে প্রথম দিন থেকে পুজোয় সামিল হন বলি তারকা কাজল থেকে রানি মুখার্জি। তাই মুম্বই থেকে কলকাতায় মুম্বইয়ের মুখার্জি বাড়ির পুজোর (Durga Puja) এক বিশেষ তাৎপর্য রয়েছে।
প্রতি বছরের মতো এবারেও মুখার্জি বাড়ির পুজোয় পূজিতা হচ্ছেন সাবেকি দুর্গাপ্রতিমা। পুজোর বিশেষ দায়িত্বে রয়েছেন রানি মুখার্জির তুতো বোন শর্বাণী মুখার্জি।
অন্যান্য বারের মতো এবারেও মুখার্জি বাড়ির পুজোয় রীতি মেনে দেবীর বোধন থেকে শুরু করে সন্ধিপুজো, সিঁদুর খেলা যেমন হবে, তেমনই চারদিন ধরে ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছে।
মুখার্জি বাড়ির পুজো দেখতে এসে যেমন বলি তারকা কাজল, রানি মুখার্জিকে দেখতে পাওয়া এক উপরি পাওনা, তেমনই মুখার্জি বাড়ির পুজোর আরেকটি বিশেষত্ব হল, এখানেই যেন ধরা পড়ে এক টুকরো বাংলা। বিভিন্ন ধরনের দোকান যেমন বসে, তেমনই খাওয়া-দাওয়ার বিশেষ আয়োজনও করা হয়। এছাড়া পুজোর ভোগ তো রয়েছেই। ফলে মুম্বইয়ে প্রবাসী বাঙালিদের কাছে মুখার্জি বাড়ির পুজো এক অন্য মাত্রা রাখে।