শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।
উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে! আর এই সময় বিক্রি বাড়াতে বহু সংস্থা বিভিন্ন ধরনের অফার ঘোষণা করে! থাকে বিপুল ডিসকাউন্টও। আর এই মরশুমে TVS Motor অন্যতম সস্তার বাইক Radeon লঞ্চ করল ভারতের বাজারে।
বেস মডেল (Base Edition) লঞ্চ করেছে। অল-ব্ল্যাক কালার অপশনে TVS Radeon 110 লঞ্চ করা হয়েছে।
যা কিনা সরাসরি Hero Splendor Plus কে টক্কর দেবে। এক নজরে জেনে নিন এই Radeon এর ফিচার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য (Best bikes under 60000 in India 2024)-
Best bikes under 60000 in India 2024: দাম
TVS Radeon এর তিনটি ভেরিয়েন্ট বাজারে এই মুহূর্তে রয়েছে। দিল্লিতে এই বাইকের বেস মডেলের এক্স-শোরুম প্রাইস ৫৯ হাজার ৮৮০ টাকা (Best bikes under 60000 in India 2024)। ড্রাম ভেরিয়েন্টের দাম ৭৭ হাজার ৩৯৪ টাকা। অন্যদিকে ডিস্ক ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম ৮১ হাজার ৩৯৪ টাকা। যদিও কলকাতায় TVS Radeon Base Edition এর দাম কিছুটা আলাদা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে TVS এর যে কোনও ডিলার কিংবা শোরুমে গিয়ে যোগাযোগ করতে পারেন।
পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া হয়েছে
TVS Radeon এ শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এতে 109.7 cc এর এয়ার-কুল্ড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া (Best bikes under 60000 in India 2024) হয়েছে। যা কিনা 8.19 PS পাওয়ার এবং 8.7Nm টর্ক জেনারেট করতে পারে। ইঞ্জিনের সঙ্গে 4 স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। TVS Radeon Base Edition এ দেওয়া ইঞ্জিন মসৃণ এবং এটি সিটি রাইডিংয়ের জন্য উপযুক্ত। হাইওয়ে চালানোর জন্যেও সেরা এই বাইক । ‘
একাধিক ফিচার
TVS Radeon Base Edition এ সুরক্ষার দিকটা যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমন রয়েছে একাধিক ফিচার। দাম কম হলেও ফিচার নিয়ে কোনও কম্প্রোমাইজ করা হয়নি (Best bikes under 60000 in India 2024)। জানা যাচ্ছে, টিভিএসের এই বাইকে ড্রাম এবং ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS) এর সুবিধা দেওয়া হয়েছে। শধু তাই নয়, সমস্ত ভেরিয়েন্টেই 18- ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। একাধিক রঙে কেনার অপশন আছে। পাশাপাশি TVS Radeon 110 এ LCD স্ক্রিন এবং USB চার্জিং’য়ের সুবিধা পাওয়া যাবে।
Hero Splendor Plus এর টক্কর
TVS Radeon এর সরাসরি টক্কর Splendor Plus এর সঙ্গে হবে। Splendor Plus এর দাম ৭৪ হাজার টাকা (Best bikes under 60000 in India 2024) থেকে শুরু হয়। Hero Splendor Plus -এ 100cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 7.9 bhp পাওয়ার এবং 8.05Nm টর্ক জেনারেট করতে পারে।