শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
বিশ্বজুড়ে দিনে দিনে বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। আপনিও কী পরিবারের জন্য কম খরচে দারুণ মাইলেজের একটি দুর্দান্ত টেকসই ইলেকট্রিক স্কুটার চাইছেন?
আপনার জন্য রইল বাজার সস্তার সেরা তিন ইলেকট্রিক স্কুটারের তালিকা।
আপনিও কী মাত্র ৬৫,০০০ থেকে ৭০,০০০ টাকা বাজেটের মধ্যে সস্তায় ইলেকট্রিক স্কুটারের সন্ধান করছেন?
তাহলে আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রইল একাধিক সস্তা ও ফিচারসমৃদ্ধ ইলেকট্রিক স্কুটারের তালিকা। যেগুলি দৈনন্দিন ব্যবহারের জন্য দারুণ কার্যকর এবং সাশ্রয়ী।

Okinawa R30 – বাজেট ফ্রেন্ডলি বিশ্বস্ত সঙ্গী
এক্স-শোরুম দাম: ৬১,৯৯৮ টাকা।
রেঞ্জ: ফুল চার্জে ৬০ কিমি
টপ স্পিড: ২৫ কিমি/ঘন্টা
চার্জিং সময়: ৪-৫ ঘণ্টা
ডিজাইন ও গুণগত মানে যে কোন নামি-দামী স্কুটারকে টেক্কা দেবে অনায়াসেই। দৈনন্দিন শহুরে কাজের জন্য একদম পারফেক্ট।

Kinetic e-Luna – দীর্ঘ রেঞ্জ ও আরামদায়ক রাইড
দাম: ৬৯,৯৯০ টালা
ব্যাটারি: ২ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন
সিঙ্গেল চার্জে রেঞ্জ: ১১০ কিমি
চার্জিং টাইম: ৪ ঘণ্টা
টপ স্পিড: ৫০ কিমি/ঘন্টা
বড় ১৬ ইঞ্চির হুইল এবং টেলিস্কোপিক সাসপেনশন-এ দীর্ঘ রাইডেও আরাম।

Ola S1 X – হাই স্পিড ও স্মার্ট ফিচার দুটোই পান একসঙ্গে

দাম: ৬৯,৯৯৯ টাকা
ব্যাটারি: ২ কিলোওয়াট আওয়ার
সিঙ্গেল চার্জে রেঞ্জ: ৯৫ কিমি
ডিসপ্লে: ৪.৩ ইঞ্চির ডিজিটাল স্ক্রিন
টপ স্পিড: ৮৫ কিমি/ঘন্টা
স্মার্ট ফিচার ও ডেলি ইউজের জন্য উপযুক্ত একটি বেস্ট ভ্যালু ফর মানি মডেল।