সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
বাংলার হাত ধরেই দেশের প্রথম সিএনজি ইলেকট্রনিক ফেরি ভেসেল শুরু হল। বৃহস্পতিবার উদ্বোধন হল এই ভেসেলের। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলবেলায় মিলিনিয়াম পার্ক থেকে এই অত্যাধুনিক ই-ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের আর কোথাও জলপথ পরিবহণে পরিবেশবান্ধব এই ধরনের ফেরি পরিষেবা নেই। মুখ্যমন্ত্রী বলেন, ”পরিবেশ দূষণ কমাতে বিশেষ ভাবে সাহায্য করবে বিদ্যুৎ চালিত এই ভেসেল। এর ফলে যাত্রীরা যেমন আরও বেশি সুরক্ষিত হবেন, তেমনই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।”
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী দিনে আরও ১২টি ই-ভেসেল এবং ১২টি ই-বার্জ চালানোর বিষয়ে রাজ্য সরকার পদক্ষেপ করছে। নতুন এই জলযানে দু’টি শ্রেণি থাকছে। শীতাতপ নিয়ন্ত্রিত অংশে সফর করতে পারবেন ৩০ জন। সাধারণ শ্রেণিতে ৬০ জন।
এই মুহূর্তে রাজ্যে রয়েছে ৩৭ টি ডিজেল চালিত লঞ্চ। পরিবহণ দফতরের তরফ থেকে জানানও হয়েছে, আগামী দিনে ডিজেল চালিত লঞ্চ কমিয়ে বিদ্যুৎ চালিত ভেসেল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এর ফলে পরিবেশ দূষণও কম হবে বলে মনে করা হচ্ছে। এই ভেসেল সম্পর্কে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, “পরিবেশ দূষণ কমাতে বিশেষভাবে সাহায্য করবে বিদ্যুৎ চালিত এই ভেসেল। যার জেরে যাত্রীরা যেমন আরও বেশি সুরক্ষিত হবেন, ঠিক তেমনভাবেই বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন যাত্রায়।”
West Bengal government has launched its first electric vessel, Dheu. Built by GRSE in Kolkata, it can carry 150 passengers and travel up to 35 km on a full charge