শোভন গায়েন। কলকাতা সারাদিন।
সরকারি অফিসে কর্মীদের হাজিরা নিশ্চিত করতে বায়োমেট্রিক সিস্টেম চালু হওয়ার পর, কেন্দ্রীয় সরকার নতুন এক নির্দেশিকা জারি করেছে। এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অফিসে থাকতে হবে।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অফিসগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকবে।
এই সময়ের মধ্যে কোনো কেন্দ্রীয় অফিসে গেলে সাধারণ মানুষ পরিষেবা পাবেন।
৮ ঘণ্টার ডিউটি আওয়ার্সের মধ্যে আধ ঘণ্টা টিফিনের জন্য বরাদ্দ থাকবে, বাকি ৭.৫ ঘণ্টা কাজ করতে হবে কর্মচারীদের। তবে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি এই নিয়মের আওতায় আসবে না, কারণ সেগুলি কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণাধীন নয়।
এই নতুন নিয়মের উদ্দেশ্য হলো অফিসে কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা এবং পরিষেবার মান উন্নত করা, বিশেষ করে বিকেল চারটার পর কর্মীদের অনুপস্থিতি মোকাবিলায়। কেন্দ্রীয় সরকার মনে করছে, এই পদক্ষেপের মাধ্যমে নাগরিকদের প্রতি আরও উন্নত সেবা প্রদান সম্ভব হবে।