উলুবেড়িয়া ১ নং ব্লকের ধূলাসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে ইংরাজী মাধ্যম মডেল বিদ্যালয় তৈরী হতে চলেছে। ইতিমধ্যে সরকারি জমি ও চিহ্নিত হয়ে গেছে। ব্লক প্রশাসন সূত্রে খবর খুব শীঘ্রই কাজ শুরু হবে।
প্রশাসন সূত্রে খবর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের এমএসডিপি প্রকল্পে নির্মিত এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত নিখরচায় পঠন পাঠন হবে। বিদ্যালয় ভবন নির্মানে ব্যায় হবে ৫ কোটি ৭৫ লক্ষ টাকা। যেটা দেবে কেন্দ্রীয় সরকার।
জমির পাশাপাশি শিক্ষক নিয়োগ থেকে আনুষাঙ্গিক খরচ বহন করবে রাজ্য সরকার। জানা গেছে উলুবেড়িয়া ১ নং ব্লক এলাকায় বিদ্যালয় তৈরীর জন্য ২০১৯ সালে জেলা প্রশাসনের কাছ থেকে ব্লক প্রশাসনের কাছে প্রস্তাব আসে। দীর্ঘদিন জমি খোঁজার পর এইবছর গোড়ার দিকে ধূলাসিমলায় জমি মেলে।
বিদ্যালয়টি তৈরী প্রসঙ্গে উলুবেড়িয়া দক্ষিন কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেনমুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় গ্রামীন এলাকায় এই ইংরাজী প্রতিষ্ঠান গড়ে উঠতে চলেছে। বিদ্যালয়টি তৈরীর জন্য তিন বিঘা জমির প্রয়োজন ছিল। সেটা পাওয়া গেছে।
জেলা প্রশাসন সূত্রে খবর সরকারি উদ্যোগে জেলায় এই ধরনের বিদ্যালয় এই প্রথম হতে চলেছে।