ব্রেকিং
  • Home /
  • ভারত /
  • Health Insurance Tips : স্বাস্থ্য বিমা কেনার আগে অবশ্যই দেখে নিন এই বিষয়গুলি, রইল ৬ পরামর্শ

Health Insurance Tips : স্বাস্থ্য বিমা কেনার আগে অবশ্যই দেখে নিন এই বিষয়গুলি, রইল ৬ পরামর্শ

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। বর্তমান যুগে স্বাস্থ্যবিমা (Health Insurance ) ছাড়া সংসার প্রায় অসম্ভব। হাসপাতালের ব্যয় (Hospital Expenses) থেকে জটিল অস্ত্রোপচারের (Operation) খরচ চালানোর জন্য স্বাস্থ্যবিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ । অনেক সময় আপতকালীন (Emergency) পরিস্থিতিতেও কাজে লাগে এই বিমা (Insurance)। তাই....

Health Insurance Tips : স্বাস্থ্য বিমা কেনার আগে অবশ্যই দেখে নিন এই বিষয়গুলি, রইল ৬ পরামর্শ

  • Home /
  • ভারত /
  • Health Insurance Tips : স্বাস্থ্য বিমা কেনার আগে অবশ্যই দেখে নিন এই বিষয়গুলি, রইল ৬ পরামর্শ

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। বর্তমান যুগে স্বাস্থ্যবিমা (Health Insurance ) ছাড়া সংসার প্রায় অসম্ভব। হাসপাতালের ব্যয়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

বর্তমান যুগে স্বাস্থ্যবিমা (Health Insurance ) ছাড়া সংসার প্রায় অসম্ভব। হাসপাতালের ব্যয় (Hospital Expenses) থেকে জটিল অস্ত্রোপচারের (Operation) খরচ চালানোর জন্য স্বাস্থ্যবিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ । অনেক সময় আপতকালীন (Emergency) পরিস্থিতিতেও কাজে লাগে এই বিমা (Insurance)। তাই সংসারের খরচ মেটাতে এই বিমা করার আগে কিছু বিষয় জেনে নিন। অন্যথায় স্বাস্থ্যবিমা করেও লাভ হবে না।

১ স্বাস্থ্য বিমা করার আগে নির্দিষ্ট চিকিত্সা কভারেজের ক্ষেত্রে কিছু সময় প্রযোজন হয়। এই সময় স্বাস্থ্যবিমা পরিকল্পনার আগে সিদ্ধান্ত নিন। জেনে নিন, এই ধরনের রোগ কভারেজ পাওয়ার আগে আপনাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে। তাই বেছে কম অপেক্ষার সময়ের বিমা পরিকল্পনা বেছে নিন।

২ মনে করে দেখে নেবেন যেন, আপনার স্বাস্ত্যবিমার প্ল্যানে অ্যাম্বুলেন্স চার্জ, আগের অসুস্থতা, মাতৃত্বকালীন সুবিধা, নগদহীন চিকিত্সা এবং প্রতিদিনের হাসপাতালের চার্জ সহ বিভিন্ন ধরনের চিকিৎসা শর্ত কভার করা হয়েছে। আপাতকালীন পরিষেবার বিষয়টিও দেখে নিন।

৩ একটি ফ্যামিলি হেলথ প্ল্যান নির্বাচন করার সময়, নিশ্চিত করুন যে আপনি সহজেই নতুন সদস্যদের যোগ করতে পারেন। যদি পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে আর কভার না করা হয়, তবে পরিবারের বাকি সদস্যদের এখনও তার সুবিধাগুলি থেকে উপকৃত হওয়া উচিত।

৪ পরিকল্পনাটি আজীবন রিনিউয়াল যোগ্য যেন হয় সেই দিকে নজর রাখুন। এর অর্থ হল আপনাকে নতুন করে যেন বেশি টাকায নতুন করে পলিসি কিনতে না হয়, আগের পলিসিই যেন রিনিউয়াল করিয়ে নেওয়া যায়। আজীবন যেন এই রিনিউয়ালের সুযোগ থাকে।

৫ আপনার বিমা যেন হাসপাতালে ভর্তির সময় ওয়ার্ড বাছার সুযোগ দেয়। সেই ক্ষেত্রে আপনি ৬ জন, ২ জন এমনকী ব্যক্তিগত কেবিনও প্রেফার করতে পারেন। সেই ক্ষেত্রে আগে থেকেই এই ধরনের ভাড়ার জন্য টাকার পলিসি নিন।

৬ একটি স্বাস্থ্য বিমা পলিসি নির্বাচন করার সময়, এটি যে ট্যাক্স সুবিধা দেয় তা নিয়ে চিন্তা করুন।

আজকের খবর