ব্রেকিং
  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Ena Saha Casting Couch : “কম্প্রোমাইজ না করলে কাজ পাওয়া যায় না!” টলিউডে যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক Tollywood Actress এনা সাহা

Ena Saha Casting Couch : “কম্প্রোমাইজ না করলে কাজ পাওয়া যায় না!” টলিউডে যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক Tollywood Actress এনা সাহা

Ena Saha Casting Couch : “কম্প্রোমাইজ না করলে কাজ পাওয়া যায় না!” টলিউডে যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক Tollywood Actress এনা সাহা রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। আর জি কর হাসপাতালে (R G Kar Hospital)তরুণী চিকিৎসককে ধ’র্ষণ এবং খু’নের ঘটনা সবার....

Ena Saha Casting Couch : “কম্প্রোমাইজ না করলে কাজ পাওয়া যায় না!” টলিউডে যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক Tollywood Actress এনা সাহা

  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Ena Saha Casting Couch : “কম্প্রোমাইজ না করলে কাজ পাওয়া যায় না!” টলিউডে যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক Tollywood Actress এনা সাহা

Ena Saha Casting Couch : “কম্প্রোমাইজ না করলে কাজ পাওয়া যায় না!” টলিউডে যৌন হেনস্থা নিয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

Ena Saha Casting Couch : “কম্প্রোমাইজ না করলে কাজ পাওয়া যায় না!” টলিউডে যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক Tollywood Actress এনা সাহা

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

আর জি কর হাসপাতালে (R G Kar Hospital)তরুণী চিকিৎসককে ধ’র্ষণ এবং খু’নের ঘটনা সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তা নেই। এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। এই আবহের মধ্যেই টলিউডের (Tollywood )ভেতর থেকে উঠে আসছে একের পর এক যৌ’ন হে’নস্থার ঘটনার কথা। যা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।

সম্প্রতি সামনে এসেছে এক অভিনেত্রীকে পরিচালক অরিন্দম শীল যৌ’ন হেন’স্থা করেছেন। ফলে ডিরেক্টরস গিল থেকে নির্বাচিত করা হয়েছে? পরিচালক অরিন্দম শীলকে এছাড়াও অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের উপরেও উঠেছে যৌ’ন নি’গ্রহের অভিযোগ। এক মডেলকে কাজ পাইয়ে দেওয়ার জন্য তার সাথে সহবাস করে প্রতারণা করার অভিযোগ উঠেছে জয়জিতের দিকে। এর মধ্যেই এবার নিজের যৌ’ন হেন’স্থার ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী এবং প্রযোজক এনা সাহা।

অভিনেত্রী এনা সাহা, যিনি ইন্ডাস্ট্রির অনেক পুরোনো নাম, এবার তিনি এমন এক বিস্ফোরক অভিযোগ করেছেন, যাতে চমকে যেতে হয়। যারা, ইন্ডাস্ট্রির অন্দরে ঘটতে থাকা নারী বিদ্বেষ নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশ্যে এবার এমন এক প্রশ্ন ছুঁড়েছেন এনা…

কম বয়সী টলিউডের নিজের অভিনয় জীবন শুরু করেন এনা সাহা। তখনও পেরননি ১৮ বছর। মাত্র ১৭ বছর বয়সেই তার সাথে ঘটে যৌ’ন হে’নস্তার ঘটনা। কাজ পেতে গেলে করতে হবে ‘কম্প্রোমাইজ’। এই প্রস্তাব দিয়ে বারবার এনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কাজ পেতে গেলে কি করতে হয়। এই প্রস্তাবে ‘না’ করায় ভয়ংকর অভিজ্ঞতা স্বীকার হয়েছিলেন এনা সাহা।

অভিনেত্রীর যখন ১৭ বছর বয়স তখন থেকে এই ইন্ডাস্ট্রিতে তাঁর যাত্রাপথ শুরু হয়।

তাই এই টলিপাড়ার বুকে ঠিক কী কী হয় এনা জানেন। তাই তো, এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তিনি। কাজ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, এমনটি শুনেছিলেন তিনি। কিন্তু আপোস করেননি। এমনকি মেনেও নেননি সেসব। অভিনেত্রী, এবার তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে বলেন…

প্রত্যাখ্যান করলেও ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা। ১৭ বছরের মেয়ে এনা তখন সবটাই নতুন দেখছেন। তাঁর পাশাপাশি এসবে ভয়ে পেতেন অভিনেত্রী। তাঁর কথায়, “অনেক অল্প বয়সে কাজ শুরু করেছিলাম। তাই হয়তো, প্রয়োজনে অনেকের গাড়িতে উঠেছি। কিন্তু, তাঁর থেকে বেশি আর কোনও ভাবনা চিন্তা আসতো না আমার। প্রযোজকের কাছ থেকে ড্রাইভে যাওয়ার প্রস্তাব পেয়েছিলাম। গাড়ির মধ্যে উনি যা প্রস্তাব দিয়েছিলেন, তাতে আমি সম্মতি জানাতে পারিনি। তারপর, জোরাজুরি করে যখন দেখলেন লাভ হলো না। তখন উনি আমায় গাড়ি থেকে নামিয়ে দিলেন।

দশ বছর আগে রাজারহাটের এক ফাঁকা রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়েছিল এনা সাহাকে। এনা সাহা জানান শুধু এরকম একদিন না বহুদিন অনেক রকম অভিজ্ঞতার হওয়ার জন্যই খারাপ লেগেছে। দশ বছর পর ঘটনা নিয়ে মুখ খোলার প্রসঙ্গে তিনি বলেছেন, প্রথম প্রথম ভয় পেতাম , মুখ খুললে যদি কাজ না পাই। এখন নিজের প্রযোজনা সংস্থা খুলেছি তাই হয়তো মন খুলে এই কথাগুলো বলতে পারছি।

 

কিন্তু, এনা থামলেন না। বরং যে প্রশ্ন তিনি নায়িকাদের উদ্দেশ্যে ছুঁড়েছেন সেটি সাংঘাতিক। তাঁর কথায়, “টলিপাড়ার ১০ জন মেয়েকে এই প্রস্তাব দেওয়া হলে, ৭ জন না বলেন, এবং ৩জন হ্যাঁ বলেন। দেখা যাবে সেই ৭জন ট্যালেন্টেড। কিন্তু না! বাকি যে ৩জন হ্যাঁ বলেছেন, তাঁরা কম্প্রোমাইজ করে কাজ করছেন, সেটা সামনে আনার বিষয়টা?”

নিজের এই অভিজ্ঞতার কথা জানাতে জানাতেই তিনি বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী এনা সাহা তিনি বলেন, ” দশজন মেয়েকে এমন প্রস্তাব দেওয়া হলে, তার মধ্যে তিনজন ‘হ্যাঁ’ বলেন। যে সাতজন ‘না’ বললেন, তারা কাজ হারালেন। এদিকে সেই সাতজন হয়তো বেশি প্রতিভাবান। আমার একটা প্রশ্ন আছে। পুরুষরা কুপ্রস্তাব দিলে অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু যেসব মেয়েরা, কাজ পাওয়ার জন্য কম্প্রোমাইজ করার রাস্তাটাই বেছে নিচ্ছেন, তাদের এমন পদক্ষেপের বিষয়টাকে সামনে আনবেন? ভীষণ ট’ক্সিক লোকজন চারপাশে এই ইন্ডাস্ট্রিতে। ভালো কাজের অভাব। তাই নিয়ে নিরাপত্তাহীনতা। তার উপর কেউ কম্প্রোমাইজ করে কাজ পেয়ে যাচ্ছেন। যিনি কম্প্রোমাইজ করছেন না, তার অবস্থা কী হচ্ছে, একবার ভাবুন”।

উল্লেখ্য, কিছুদিন আগেই অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁর পাশাপাশি তিনি এও জানান, টলিউডে হেমা কমিটির মত একটি রিপোর্টিং বডি তৈরি করা হবে, যাতে পরবর্তীতে সবটা খতিয়ে দেখতে পারেন।

আজকের খবর