শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।
নতুন একটা বছর! 2024, গোটা বছর ধরে কার্যত একচেটিয়া ব্যবসা করেছে Royal Enfield। 2025 সালেও বাজার ধরতে একেবারে প্রথমদিন থেকেই কোমর বেঁধে ময়দানে নামছে এই সংস্থা। একেবারে নতুন পাঁচটি বাইক লঞ্চ করতে চলেছে সংস্থা। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, Himalayan 450 Rally, Scram 440, Bullet 650 Twin, Continental GT 750 এবং Classic 650 লঞ্চ করছে।
Royal Enfield এর এই পাঁচ বাইক বাজারে ঝড় তুলবে। নতুন প্রজন্মের কথা ভেবেই এই বাইকগুলির ডিজাইন এবং ইঞ্জিন পাওয়ার দেওয়া হয়েছে। ফলে বাইকের বাজারে একটা ধামাকা (Royal Enfield upcoming bikes) হতে চলেছে বলে দাবি।
Royal Enfield upcoming bikes: Bullet 650 Twin
বছরের শুরুতেই Bullet 650 Twin লঞ্চ করতে পারে Royal Enfield। গত কয়েক দফায় একাধিকবার টেস্টিং’য়ের সময় প্রকাশ্যে এসেছে এই বাইকটি। Royal Enfield Bullet 650 Twin বাইকটি একটি হেবি বাইক। এর ডিজাইন অনেকটাই 350 এর মতো হবে। দাম মধ্যবিত্তের আওতায় (Royal Enfield upcoming bikes) হবে বলেই খবর।
Royal Enfield upcoming bikes: Classic 650
Classic 650 বাইকটি নতুন ভাবে লঞ্চ করতে পারে Royal Enfield। সবকিছু ঠিক থাকতে জানুয়ারিতেই লঞ্চ হতে পারে। Royal Enfield Classic 650 বাইকটিতে 648cc এর প্যারালাল টুইন ইঞ্জিন দেওয়া হতে পারে। যা 46.3bhp এর সর্বোচ্চ পাওয়ার এবং 52.3Nm টর্ক জেনারেট করতে পারে। Classic 650 এর ডিজাইন ক্লাসিক 350 এর মতো হতে পারে।
সম্প্রতি Scram 440 প্রকাশ্যে আনে এলফিল্ড (Royal Enfield upcoming bikes)। এই বাইকে 443cc এর সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 25.4bhp সর্বোচ্চ পাওয়ার এবং 34Nm টর্ক জেনারেট করতে পারে। দাম এখনও জানা যায়নি।
Royal Enfield upcoming bikes: Continental GT 750
নতুন বছরে (Royal Enfield upcoming bikes) তরুণ প্রজন্মের জন্য বড় খবর। বাজারে আসতে পারে Continental GT 750। ইতিমধ্যে কয়েক দফায় টেস্টিং করা হয়েছে বাইকটিকে। ফ্রন্টে ডুয়েল ডিস্ক ব্রেক স্যাটআপ দিতে পারে Royal Enfield। অ্যালয় হুইলস থেকে টিউবলেস টায়ার থেকে শুরু করে একাধিক নতুন আপডেট দেওয়া হয়েছে। Royal Enfield Continental GT 750 এর দাম কিছুটা বেশী হতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড Himalayan বেশ জনপ্রিয়। এই বছরেই নয়া ভেরিয়েন্ট Himalayan 450 Rally বাজারে আসতে পারে। ডিজাইনে বড় বদল দেখা যেতে পারে। নতুন বডিওয়ার্ক থেকে শুরু করে বেশ কিছু আরও বদল দেখা যেতে (Royal Enfield upcoming bikes) পারে বলেই খবর।