ব্রেকিং
  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Tripti Dimri Trolled : “চরম কামোদ্দীপক নোংরামি নাচ, এত নীচে নামলে কী করে!” তৃপ্তির কামঘন নাচে চোখ কপালে ভক্তদের

Tripti Dimri Trolled : “চরম কামোদ্দীপক নোংরামি নাচ, এত নীচে নামলে কী করে!” তৃপ্তির কামঘন নাচে চোখ কপালে ভক্তদের

বিতস্তা সেন। কলকাতা সারাদিন। অ্যানিমালের পর রাতারাতি জনপ্রিয়তার শিখরে উঠে গিয়েছিলেন তৃপ্তি। তারপর একের পর এক ছবির অফার আসতে শুরু করে অভিনেত্রীর কাছে। কিন্তু এবার তৃপ্তির সেই জনপ্রিয়তায় ঘনালো কালো মেঘ। অক্টোবরেই মুক্তি পেতে চলেছে তৃপ্তি দিমরির আসন্ন ছবি ‘ভিকি....

Tripti Dimri Trolled : “চরম কামোদ্দীপক নোংরামি নাচ, এত নীচে নামলে কী করে!” তৃপ্তির কামঘন নাচে চোখ কপালে ভক্তদের

  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Tripti Dimri Trolled : “চরম কামোদ্দীপক নোংরামি নাচ, এত নীচে নামলে কী করে!” তৃপ্তির কামঘন নাচে চোখ কপালে ভক্তদের

বিতস্তা সেন। কলকাতা সারাদিন। অ্যানিমালের পর রাতারাতি জনপ্রিয়তার শিখরে উঠে গিয়েছিলেন তৃপ্তি। তারপর একের পর এক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

বিতস্তা সেন। কলকাতা সারাদিন।

অ্যানিমালের পর রাতারাতি জনপ্রিয়তার শিখরে উঠে গিয়েছিলেন তৃপ্তি। তারপর একের পর এক ছবির অফার আসতে শুরু করে অভিনেত্রীর কাছে। কিন্তু এবার তৃপ্তির সেই জনপ্রিয়তায় ঘনালো কালো মেঘ।

অক্টোবরেই মুক্তি পেতে চলেছে তৃপ্তি দিমরির আসন্ন ছবি ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো’।

এতে প্রথমবার রাজকুমার রাও-এর সঙ্গে জুটিতে দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির একটি গান ‘মেরে মেহবুব’। নেটপাড়ায় গানটি ট্রেন্ডে আসার পরই শুরু সমালোচনা। একাধিক নেটিজেনের মতে, গানটিতে তৃপ্তির নাচের ভঙ্গিমা নাকি লজ্জাজনক।

গানটির বেশ কয়েকটি ক্লিপ, যেটিতে রাজকুমার রাওকেও রয়েছে, ইতোমধ্যেই সেটি ভাইরাল। একটি দৃশ্যে তৃপ্তিকে শুয়ে পড়ে নাচতে দেখা গিয়েছে। বিশেষ করে ওই দৃশ্যটিই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। এমনকি নেটিজেনরা কোরিওগ্রাফার গণেশ আচার্যকেও বাদ দেয়নি। তাঁর কোরিওগ্রাফিকেও তীব্র নিন্দা করেছে।

নেটিজেনদের দাবি, তৃপ্তি নাকি বুলবুল, কালা ছবিতে করা তাঁর তুখর অভিনয় দক্ষতাকে ভুলে গিয়েছেন। এখন তিনি কেবল বাণিজ্যিক ছবিতে এই ধরণের নাচ নেচে বেড়াচ্ছেন। একজন লেখেন, ‘লায়লা মজনু, কালা, বুলবুল থেকে নেমে শেষ পর্যন্ত এখানে দাঁড়াতে হল? তাঁর এই অধঃপতন মেনে যাওয়া যাচ্ছে না।’

অন্য একজন লেখেন, ‘কোরিওগ্রাফারকে জেলে রাখা দরকার।’ আবার একজন লেখেন, ‘দেখার সময় খুবই অস্বস্তিকর বোধ হচ্ছে। তিনি এই ধরণের চরিত্রের জন্য নয়।’ একজন লেখেন, ‘এটি নোংরামি।’

কিছুদিন আগেই তৃপ্তি গানের কিছু স্টিল শেয়ার করেছিলেন। ক্যাপশনে লেখেন, ‘কিছু ধামাকাদার শীঘ্রই আসতে চলেছে। একটু তো তরপাতেই হবে।’

এই গানেও তৃপ্তি উষ্ণতা ছড়ানোর ভরপুর প্রয়াস করেছেন। শরীর খোলা পোশাকে ফ্লোরে শুয়ে উত্তেজক নাচ নায়িকার, কিন্তু সেই নাচ দেখে চোখ ছানাবড়া নেটপাড়ার। নেটিজেনদের অনেকের চোখেই সেই নাচ ‘অশ্লীল’, ‘কুরুচিকর’ ঠেকেছে। তৃপ্তির নাচের পাশাপাশি সমালোচনার মুখে গানের কোরিওগ্রাফিও।

মেরে মেহবুব কোরিওগ্রাফ করেছেন গণেশ আচার্য এবং গেয়েছেন শিল্পা রাও। মিউজিক ভিডিয়োর একটি অংশে বিকিনি টপ এবং উরু চেরা স্কার্ট পরে শরীর দোলাতে দেখা গিয়েছে নায়িকাকে। যাতে যৌনগন্ধী ছোঁয়া পেয়েছেন অনেকেই। গানটি প্রকাশের পর থেকেই এই ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমালোচনার ঝড়।

মেরে মেহবুব ঘিরে ট্রোলের বন্যা

নেটিজেনর ভাষায় এই গানের ভিডিয়ো অস্বাস্থ্যকর, অশ্লীল। একজন লেখেন, ‘কোরিওগ্রাফারকে জেলে ঢোকানো দরকার, তৃপ্তিকে কী সব করতে বাধ্য করেছে!’ একটি টুইটে বলা হয়েছে যে তৃপ্তি দুর্দান্ত নৃত্যশিল্পী না হলেও, গানটিতে বিশ্রী নাচের জন্য কোরিওগ্রাফার সমালোচনার দাবিদার।

https://www.instagram.com/reel/DARHN7vKo1O/?igsh=MXBnZmYxY3VsNzY1Mw==

প্রসঙ্গত, ‘ভিকি অর বিদ্যা কা ওহ ওয়ালা’ ছবিটি ৯০ এর দশকে সেটে তৈরি করা হয়েছে। এবং এটি একটি সদ্য বিবাহিত দম্পতির গল্প বলে। যাদের সেক্স টেপ চুরি হয়ে যাওয়ার পর তাদের জীবন পালটে হয়ে যায়।

ছবিতে আরও অভিনয় করেছেন মল্লিকা শেরাওয়াত, বিজয় রাজ, অর্চনা পুরান সিং, টিকু তালসানিয়া এবং অন্যান্যরা। ছবিটি বড় পর্দায় ১১ অক্টোবর মুক্তি পাবে।

আজকের খবর