ব্রেকিং
  • Home /
  • অটোমোবাইল /
  • Electric Bike No Theft : চুরির ভয় নেই, গাড়ির মতই সেফটি ফিচার্স পাবেন বাইকে, মাত্র ৯৯৯ টাকাতেই বুকিং

Electric Bike No Theft : চুরির ভয় নেই, গাড়ির মতই সেফটি ফিচার্স পাবেন বাইকে, মাত্র ৯৯৯ টাকাতেই বুকিং

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। ওলা ইলেকট্রিক সংস্থা সম্প্রতি সমাজমাধ্যমে তাদের বৈদ্যুতিন বাইক রোডস্টারের একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেই ভিডিয়োতেই (Ola Roadster Bike) সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত ওলার (Ola Bikes) সবথেকে উন্নতমানের ডিজাইন করা মডেল এই ওলা....

Electric Bike No Theft : চুরির ভয় নেই, গাড়ির মতই সেফটি ফিচার্স পাবেন বাইকে, মাত্র ৯৯৯ টাকাতেই বুকিং

  • Home /
  • অটোমোবাইল /
  • Electric Bike No Theft : চুরির ভয় নেই, গাড়ির মতই সেফটি ফিচার্স পাবেন বাইকে, মাত্র ৯৯৯ টাকাতেই বুকিং

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। ওলা ইলেকট্রিক সংস্থা সম্প্রতি সমাজমাধ্যমে তাদের বৈদ্যুতিন বাইক রোডস্টারের একটি ভিডিয়ো শেয়ার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

ওলা ইলেকট্রিক সংস্থা সম্প্রতি সমাজমাধ্যমে তাদের বৈদ্যুতিন বাইক রোডস্টারের একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেই ভিডিয়োতেই (Ola Roadster Bike) সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত ওলার (Ola Bikes) সবথেকে উন্নতমানের ডিজাইন করা মডেল এই ওলা রোডস্টার বাইক।

ওলা রোডস্টারের ফিচার্স

ওলার এই বাইকে আপনি চার ধরনের ব্যাটারি প্যাকের সুবিধে পাবেন। ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার, ৪.৫ কিলোওয়াট আওয়ার এবং ৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের সুবিধে পাওয়া যাবে এই বাইকে। এই ভ্যারিয়ান্টে মাত্র ২ সেকেন্ডের মধ্যে ৪০ কিমি গতি উঠতে পারে এই বাইকে। এই বাইকের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১২৬ কিমি। ওলা রোডস্টার বাইকে রয়েছে শক্তিশালী ইঞ্জিন, দীর্ঘ ব্যাটারি রেঞ্জ এবং দ্রুত চার্জিংয়ের সুবিধে, ৭ ইঞ্চির স্মার্ট ডিজিটাল ডিসপ্লে, উন্নতমানের সাসপেনশন, স্মার্ট কানেক্টিভিটি এবং জিপিএস নেভিগেশন।

একটি বৈদ্যুতিন মোটরসাইকেল হিসেবে একটা সাধারণ ইঞ্জিনের তুলনায় এর মেনটেন্যান্স খরচ অনেক কম। ওলার এই বাইকে থাকছে ডায়মন্ড কাট অ্যালয় হুইল, একটা এলইডি প্রজেক্টর হেডল্যাম্প আর ৭ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে। এছাড়া রোডস্টার বাইকে রাখা হয়েছে ক্রুজ কন্ট্রোলের ফিচার্স, অ্যান্টি থেফট ফিচার্স। সামনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক, আর রিয়ার ব্রেকেও একই ফিচার্স পাওয়া যাবে।

ওলা রোডস্টারের ভ্যারিয়ান্ট ও রেঞ্জ

ওলা রোডস্টার বাজারে মূলত তিন ধরনের ভ্যারিয়ান্ট নিয়ে আসে। রোডস্টার, রোডস্টার এক্স এবং রোডস্টার প্রো। এর মধ্যে রোডস্টার ভ্যারিয়ান্টের দাম তুলনায় কম এবং এতে তিনটি ব্যাটারি প্যাকের সুবিধে পাবেন আপনি। এই বাইকের এক্স শোরুম দাম ৩.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের জন্য ১ লাখ ৫ হাজার টাকা। একইভাবে এই বাইকের ৪.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের মডেলের দাম ১ লাখ ১৯ হাজার টাকা। সবশেষে ৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের রোডস্টার মডেলের দাম ১ লাখ ৪০ হাজার টাকা। এই বাইক আপনি মাত্র ৯৯৯ টাকাতেই বুকিং করতে পারবেন।

ওলা ইলেকট্রিক সংস্থার দাবি অনুসারে ওলা রোডস্টার বাইকের ডেলিভারি শুরু হবে ২০২৫ সালের মার্চ মাস থেকে। আলাদা আলাদা রাইডিং এবং বাজেটের জন্য এই বাইকের আলাদা আলাদা ধরন রয়েছে। ওলা রোডস্টারের এই ফিচার্স অনুসারে এই বাইক একটি প্রিমিয়াম বাইকে পরিণত হয়েছে।

আজকের খবর