সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
বাংলায় পুজো চলাকালীন রাজ্যের বাইরে ঘুরতে যাওয়ার জায়গা হল দিল্লি। দশেরা দেখতে যারা চাইছেন, তাঁদের জন্য উপযুক্ত ঘুরতে যাওয়ার জায়গা।
দশেরা দেখতে চাইলে আপনি বারাণসীতেও যেতে পারেন। পুরাণ থেকে উঠে আসা অনেক কিছু আপনাকে স্পর্শ করবে। আপনি এখানে রামনগর ফোর্টে যেতে পারেন।
পুজোয় ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য মনোরম ভ্রমণ স্থান কাশ্মীর।
শ্রীনগর, গুলমার্গ, পহেলগাঁও প্রতিটি জায়গাই অক্টোবারে যাওয়ার জন্য খুবই সুন্দর।
উৎসবের এই দিনগুলি বাইরে ঘুরতে গেলে গুজরাতও আপনার মনকে সমৃদ্ধ করবে। সেখানের নানা রিচ্যুয়ালস ছানিয়া ছোলি থেকে গারবা নৃত্য মন ফুরফুরে করে দেবে।
পুজোর ছুটিতে ঘুরে আসতে পারেন ছত্তিশগড় থেকে। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ এখানে পাতা যাত্রা, কাঞ্চনগাড়ি, মুরিয়া দরবার উদযাপন করে।
দশেরা উপভোগ করতে ঘুরে আসতে পারেন কর্ণাটক থেকেও। মাইসোরের রাজকীয় পরিবেশ আপনাকে মুগ্ধ করবে।
সাংষ্কৃতিক থেকে সম্পূর্ণ শহর জয়পুর, ঘুরে আসতে পারেন রাজস্থান। পুজোর ছুটি কাটানোর জন্য এটিও উপযুক্ত জায়গা।
উড়িষ্যায় ঘুরে আসলেও মন ভাল হয়ে যাবে। একটা সময় আঠেরোশো শতাব্দীতেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকাকালীন দুর্গাপুজো হয় কটকে। এখনও অকাল বোধন পালন ,করা হয়।
তবে যেখানে ঘুরুতে যান না কেন , এই সময় দ্রুত ঋতু বদল হচ্ছে, তাই নিজেদের শরীর বুঝে বাইরে ঘুরচে যান।
দেশের অনেকে জায়গাতেই এখন পুজো ভালভাবে উৎযাপিত হয়। এই স্বল্প সময়ের ছুটিতে রাজ্যের বাইরে বেরিয়ে আসুন।