নারী সুরক্ষার কথা ভেবে গ্রামে গ্রামে গিয়ে রবিবার টহলদারি চালালো ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার মহিলা পুলিশ। রবিবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে বেলিয়াবেড়া থানা এলাকার তপশীয়া বাজার ও হাইস্কুল প্রাঙ্গনে , রান্টুয়া হাইস্কুল প্রাঙ্গনে , বেলিয়াবেড়া, গোহালমারা, খাড়বান্দী সহ একাধিক এলাকায় মহিলা পুলিশ কর্মীরা টহলদারি চালান।
এদিন টহলদারি চালানোর পাশাপাশি বিভিন্ন বাজারে গিয়ে বাজারে আসা মানুষদের সাথে , গ্রামে গিয়ে গ্রামের মহিলাদের সাথে , প্রাইভেট পড়তে যাওয়া বিভিন্ন স্কুলের ছাত্রীদের সাথে , হাসপাতালের মহিলা ডাক্তার, নার্স দের কাছ থেকে এলাকার শান্তি শৃঙ্খলার বিষয়ে খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনে পুলিশের সাহায্য গ্রহনের বিষয়ে অবহিত করা হয়।
জানা গিয়েছে,বেলিয়াবেড়া থানা এলাকায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বেলিয়াবেড়া থানার এই উদ্যোগ। যা আগামী দিনেও নিয়মিত গ্রামে গ্রামে টহলদারির কাজ চালাবেন মহিলা পুলিশ কর্মীরা। দিনে কিংবা রাতে এই মহিলা পুলিশের টিম বিভিন্ন রাস্তার মোড়ে , স্কুল ও কলেজ চত্বর এলাকায় টহল দেবে ।
গভীর রাতে রাস্তায় তল্লাশির পাশাপাশি ফাঁকা রাস্তায় যুবকদের আড্ডা দিতে দেখলেই সরিয়ে দেওয়ার কাজ করবে মহিলা পুলিশ কর্মীরা । প্রতিদিন এই নজরদারি এবং সক্রিয়তা দেখা যাবে মহিলা পুলিশের।যার ফলে বেলিয়াবেড়া থানার পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। তাই বেলিয়াবেড়া থানার পুলিশের এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন ওই থানা এলাকার বাসিন্দারা।