ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Golabari Bar Chaos : গোলাবাড়ির পানশালায় গন্ডগোল, দু’পক্ষের মারামারিতে ছড়াল উত্তেজনা

Golabari Bar Chaos : গোলাবাড়ির পানশালায় গন্ডগোল, দু’পক্ষের মারামারিতে ছড়াল উত্তেজনা

উত্তর হাওড়ার গোলাবাড়ির একটি পানশালায় গন্ডগোল ঘিরে দু’পক্ষের মারামারিতে ছড়াল উত্তেজনা। দুই যুবককে মারধরের পাশাপাশি বিয়ারের বোতল ভাঙা হয় মাথায়। এর প্রতিবাদ করায় পানশালার কর্মীদেরও মারধরের অভিযোগ উঠেছে। হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন পানশালায় ওই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। মাথায় কাঁচের বোতল....

Golabari Bar Chaos : গোলাবাড়ির পানশালায় গন্ডগোল, দু’পক্ষের মারামারিতে ছড়াল উত্তেজনা

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Golabari Bar Chaos : গোলাবাড়ির পানশালায় গন্ডগোল, দু’পক্ষের মারামারিতে ছড়াল উত্তেজনা

উত্তর হাওড়ার গোলাবাড়ির একটি পানশালায় গন্ডগোল ঘিরে দু’পক্ষের মারামারিতে ছড়াল উত্তেজনা। দুই যুবককে মারধরের পাশাপাশি বিয়ারের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

উত্তর হাওড়ার গোলাবাড়ির একটি পানশালায় গন্ডগোল ঘিরে দু’পক্ষের মারামারিতে ছড়াল উত্তেজনা। দুই যুবককে মারধরের পাশাপাশি বিয়ারের বোতল ভাঙা হয় মাথায়। এর প্রতিবাদ করায় পানশালার কর্মীদেরও মারধরের অভিযোগ উঠেছে। হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন পানশালায় ওই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। মাথায় কাঁচের বোতল দিয়ে মারধরের ছবি ধরা পড়ে সিসিটিভিতে।

রবিবার রাতে ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযুক্ত টিঙ্কু সোনকর নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতকে সোমবার হাওড়া আদালতে তোলা হয়। জানা গেছে, মারের হাত থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় পানশালার বাইরেও মারধর করা হয়। পানশালার দুই কর্মীকেও রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় এই ঘটনায়।

গোলাবাড়ি থানার পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এই ঘটনা প্রসঙ্গে রেস্টুরেন্ট ও বারের ম্যানেজার প্রভাকর বর বলেন, রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ এক টেবিলের কাস্টমার অন্য টেবিলের ২ কাস্টমারের উপর আচমকাই আক্রমণ করে। ওই সময় সব টেবিল ভর্তি ছিল। ওই অবস্থায় বোতল ছোঁড়া হয়। নিরাপত্তা কর্মীরা আটকাতে গেলে তাদের মারধর করা হয়।

এরপর তারা বাইরে গিয়েও মারপিট করে। এরা মাঝেমধেই এখানে আসে। সকলেই পরিচিত। নিগৃহীত সন্দীপ সিং বলেন, আমরা আলাদা বসেছিলাম। কিছুই জানিনা। হঠাৎই কয়েকজন বিয়ারের বোতল নিয়ে আক্রমণ করে। আমরা কনস্ট্রাকশনের কাজ করি। যারা এমন কাজ করেছে তারা দুষ্কৃতী। আক্রান্ত সুরজ সাউ বলেন, অন্য রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। দেখলাম রাস্তায় ঝগড়া হচ্ছে। ওই অবস্থা দেখে তাদেরকে ছাড়াতে গিয়েছিলাম। তখন ওরা আমাকে এবং আমার বন্ধুকে মারধর করে। এই জায়গা খুবই খারাপ। এরপর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হই।

এদিকে, এই ঘটনা নিয়ে স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী বলেন, এই ঘটনার সাথে দলের কোনও সম্পর্ক নেই। পুলিশের সঙ্গে কথা হয়েছে। আইন আইনের পথে চলবে। বারের মালিক এবং কর্মীদের ভয়ের কোনও কারণ নেই। তাদের যদি বৈধ ব্যবসা হয় তাহলে উত্তর হাওড়ায় ব্যবসা করতে তাদের কোনও অসুবিধা হবে না।

আজকের খবর