সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
ফের সেরার সেরা শিরোপা। নিজের সোশ্যাল মিডিয়াতে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
ভ্রমণ ও অবসর সময় কাটানোর দিক থেকে গোটা বিশ্বে ১৯ নম্বর তালিকায় রয়েছে কলকাতা। উন্নয়নের দিক থেকে ১১ নম্বরে গোটা বিশ্বের মধ্যে কলকাতা।
শুধু তাই নয়, গোটা বিশ্বের মেট্রো শহরগুলির মধ্যে দ্বিতীয় স্থানে কলকাতা এয়ার কোয়ালিটির দিক থেকে। মুখ্যমন্ত্রী লেখেন, ‘কলকাতার প্রত্যেকের সহযোগিতা ছাড়া এই স্বীকৃতি পাওয়া সম্ভব ছিল না। আমাদের শহর সুন্দরভাবে প্রতিফলিত করে যে কীভাবে ঐতিহ্য এবং আধুনিকতা সহাবস্থান করতে পারে এবং কীভাবে উন্নয়ন পরিবেশ সচেতনতার সঙ্গে হাত মিলিয়ে চলতে পারে।’
Kolkata Fastest Developing City : তিলোত্তমার মুকুটে নতুন পালক, বিশ্বের সেরা ১১ শহরের তালিকায় কলকাতা
আবারও ‘সেরার সেরা’ বাঙালি প্রাণের শহর কলকাতা। বিশ্বের ২৫টি সর্বশ্রেষ্ঠ শহরের তালিকায় নাম উঠে এল তিলোত্তমা মহানগরীর। সোশ্যাল মিডিয়ায় গর্বের এই তথ্য শেয়ার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Travel+ Leisure/World’s Best Awards 2024-এর তালিকায় নাম শহর কলকাতার।
গর্বের এই তথ্য জানিয়ে ফেসবুকে কী লিখলেন মুখ্যমন্ত্রী?
“একাধিক ক্ষেত্রে কলকাতার বিশ্বব্যাপী স্বীকৃতি প্রাপ্তি দেখাটা অত্যন্ত গর্বের মুহূর্ত! ভ্রমণ ও অবসরজাপনে বিশ্বের সেরা শহরগুলির মধ্যে একটি (১৯তম স্থান) কলকাতা। দ্রুত বিকাশের জন্য Savills’ Growth Hubs Index দ্বারা স্বীকৃত (বিশ্বে ১১ তম স্থান) এবং সেরা বায়ু মানের সূচকগুলির মধ্যে একটি অর্জনের জন্য স্বীকৃত আইআইটি দিল্লির বিশ্বব্যাপী প্রধান মেট্রোগুলির মধ্যে (মে একিউআই-এ বিশ্বের দ্বিতীয় সেরা মেট্রো)।”
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “কলকাতা সত্যিই প্রগতির আলোকবর্তিকা হিসেবে জ্বলছে। আমাদের শহরের যাত্রা সুন্দরভাবে প্রতিফলিত করছে যে কীভাবে ঐতিহ্য এবং আধুনিকতার সহাবস্থান করতে পারে এবং কীভাবে উন্নয়ন পরিবেশ সচেতনতার সাথে হাত মিলিয়ে চলতে পারে। প্রতিটি কলকাতাবাসীর প্রতিশ্রুতি এবং স্থিতিস্থাপকতা ছাড়া এই স্বীকৃতি সম্ভব হত না। একসাথে, আমরা একটি শহর গড়ে তুলছি যা তার ঐতিহ্যকে সম্মান করে, উন্নয়নের সাথে এগিয়ে যায় এবং পরিবেশের যত্ন নেয়।
আসুন আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর এবং আরও সমৃদ্ধ কলকাতার জন্য একসাথে এই যাত্রা চালিয়ে যাই। জয় হিন্দ! জয় বাংলা!”