ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা হাইস্কুলে সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। সেখানে সংবর্ধনা দেওয়া হয় গুণীজনদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মীদের। সেই মঞ্চে সাঁকরাইল ব্লকের পাথরা অঞ্চলের মাইতি পোল্ট্রি ফার্মের সিপিএম এবং বিজেপির শ্রমিক সংগঠন এর সদস্যরা নিজেদের সংগঠন ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।
এছাড়াও খুদমরাই অঞ্চল ও লাউদহ অঞ্চল থেকে বিজেপি এবং সিপিএম থেকে শতাধিক কর্মী ও সমর্থক বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।।
বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ওই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম,, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক অজিত মাহাতো, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউত, মহিলা তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভানেত্রী নিয়তি মাহাতো, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ঝাড়গ্রাম জেলার সভাপতি মহাশীষ মাহাতো , রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামনি মাহাতো সহ দলের অন্যান্য নেতারা।
ওই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি বাঁদনা পরবের এবং কালী পূজা ও দীপাবলীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি যারা বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন তাদেরকে দলের হয়ে কাজ করার আহ্বান জানান।