সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
আজ কালীপুজো। বৃহস্পতিবার, অর্থাৎ ৩০ অক্টোবর, শহরের বিভিন্ন স্থানে প্যান্ডেল হপিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন শহরের বাসিন্দারা। সেই কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রো কর্তৃপক্ষ। কালীপুজোর রাতে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে দিনভর অন্যান্য দিনের তুলনায় পরিষেবা থাকবে সীমিত।
মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ২৯২টির বদলে মেট্রো চলবে মাত্র ১৯৮টি।
তবে রাতের সময়ে চলবে আটটি বিশেষ মেট্রো, যা প্যান্ডেল হপিংয়ে বের হওয়া মানুষের জন্য সুবিধা প্রদান করবে। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো স্বাভাবিক সময়েই ছাড়বে। রাত ৯টা ৪০ মিনিটের পর থেকে ২০ মিনিট অন্তর মেট্রো চলবে, রাত ১১টা পর্যন্ত। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে ১০টা, ১০.২০, ১০.৪০ ও ১১ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে ৯টা ৪৮, ১০টা ০৮, ১০টা ২৮ ও ১০টা ৪৮ মিনিটে।
পূর্ব রেল জানিয়েছে, কালীপুজো ও দীপাবলির সময় অতিরিক্ত ভিড় সামলাতে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর বিশেষ ট্রেন চালানো হবে। উল্লেখযোগ্য কিছু ট্রেনের সময়সূচি নিচে দেওয়া হলো: শিয়ালদহ-ডানকুনি-শিয়ালদহ ইএমইউ স্পেশাল: বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শিয়ালদহ থেকে ছাড়বে, ডানকুনি পৌঁছাবে রাত সোয়া ১২টায়। ডানকুনি থেকে রাত ১২টা ২৫ মিনিটে ছাড়বে এবং রাত ১টা ৫ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।
শিয়ালদহ-বারাসত-শিয়ালদহ: রাত ১২টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে, বারাসত পৌঁছাবে রাত ১২টা ৫৫ মিনিটে। বারাসত থেকে রাত ১টা ১০ মিনিটে ছাড়বে এবং রাত ১টা ৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ: রাত ১২টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে, রানাঘাট পৌঁছাবে রাত আড়াইটেয়। রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে এবং রাত ১টা ৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।
শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ: রাত সাড়ে বারোটায় শিয়ালদহ থেকে ছাড়বে, বারুইপুর পৌঁছাবে রাত সোয়া ১টায়। বারুইপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে ছাড়বে এবং রাত ২টা ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। উল্লেখযোগ্য যে, নিরাপত্তা এবং উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।