ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Sonarpur Drinking Water : সোনারপুরের ঘরে ঘরে পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল, রাজপুর-সোনারপুরে শুরু হচ্ছে ‘অম্রুত’ যুগ

Sonarpur Drinking Water : সোনারপুরের ঘরে ঘরে পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল, রাজপুর-সোনারপুরে শুরু হচ্ছে ‘অম্রুত’ যুগ

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। অবশেষে! অবশেষে স্বপ্ন পূরণ। রাজপুর-সোনারপুর পৌরসভায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাস্তব রূপ পেতে চলেছে ‘অম্রুত’ প্রকল্প। ২০১৫ সালে এই প্রকল্পের সূচনা হয়েছিল ঘরে ঘরে পরিশ্রুত নদীর জল সরবরাহের লক্ষ্যে। এক দশক পরে ২০২৫ সালের মধ্যেই....

Sonarpur Drinking Water : সোনারপুরের ঘরে ঘরে পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল, রাজপুর-সোনারপুরে শুরু হচ্ছে ‘অম্রুত’ যুগ

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। অবশেষে! অবশেষে স্বপ্ন পূরণ। রাজপুর-সোনারপুর পৌরসভায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাস্তব....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। 

অবশেষে! অবশেষে স্বপ্ন পূরণ। রাজপুর-সোনারপুর পৌরসভায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাস্তব রূপ পেতে চলেছে ‘অম্রুত’ প্রকল্প।

২০১৫ সালে এই প্রকল্পের সূচনা হয়েছিল ঘরে ঘরে পরিশ্রুত নদীর জল সরবরাহের লক্ষ্যে। এক দশক পরে ২০২৫ সালের মধ্যেই এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন পুর এলাকার বাসিন্দারা।

গার্ডেনরিচের ভূতঘাট এলাকা থেকে গঙ্গার জল উত্তোলন করে তা প্রায় ১৮ কিলোমিটার দূরে ট্রিটমেন্ট প্লান্টে শোধন করা হবে।

 

সেই বিশুদ্ধ জল পৌঁছে যাবে প্রতিটি বাড়িতে। নাগরিকেরা দৈনিক মাথাপিছু ১৩৫ লিটার জল বিনামূল্যে পাবেন, যার জন্য কোনও জলকরও দিতে হবে না।

 

দুর্গাপুজোর আগেই এই জল পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পৌরপ্রধান পল্লব দাস।

এই প্রকল্পের জন্য গঠিত ট্রিটমেন্ট প্লান্ট নির্মিত হয়েছে ১০ বিঘা জমিতে, এবং ইতিমধ্যেই তৈরি হয়েছে চারটি ওভারহেড জলাধার ও একটি ভূগর্ভস্থ জলাধার।

 

আরও ১৯টি ওভারহেড জলাধার ও দু’টি ভূগর্ভস্থ জলাধার নির্মাণাধীন। প্রতিদিন ১৮৫০ লক্ষ লিটার জল উত্তোলনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ১২৪০ লক্ষ লিটার জল ব্যবহৃত হবে রাজপুর-সোনারপুরে। বাকি জল পাঠানো হবে কলকাতা ও বারুইপুর পৌরসভায়।

প্রাথমিক বাজেট ৭৫১ কোটি টাকা থাকলেও বর্তমানে প্রকল্পের খরচ ছাড়িয়েছে ১০০০ কোটি টাকা।

নদীর জল ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ জল উত্তোলন সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনাও রয়েছে, যা পরিবেশগত দিক থেকেও ইতিবাচক পদক্ষেপ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর