ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Rajshahi Mother Accused : রাজশাহীতে ২ শিশুকে ‘ড্যামফিক্স’ পান করালেন মানসিক ভারসাম্যহীন মা

Rajshahi Mother Accused : রাজশাহীতে ২ শিশুকে ‘ড্যামফিক্স’ পান করালেন মানসিক ভারসাম্যহীন মা

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।: রাজশাহীতে দুই শিশুকে একটি রাসায়নিক পান করানো অভিযোগ উঠেছে ‘মানসিক ভারসাম্যহীন’ মায়ের বিরুদ্ধে। ঘরের টাইলস পরিষ্কারের কাজে ব্যবহৃত অত্যন্ত ক্ষতিকর এই রাসায়নিক ‘ড্যামফিক্স’ পানের কারণে দুই শিশু গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে। তাদের রাজশাহী....

Rajshahi Mother Accused : রাজশাহীতে ২ শিশুকে ‘ড্যামফিক্স’ পান করালেন মানসিক ভারসাম্যহীন মা

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Rajshahi Mother Accused : রাজশাহীতে ২ শিশুকে ‘ড্যামফিক্স’ পান করালেন মানসিক ভারসাম্যহীন মা

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।: রাজশাহীতে দুই শিশুকে একটি রাসায়নিক পান করানো অভিযোগ উঠেছে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।:

রাজশাহীতে দুই শিশুকে একটি রাসায়নিক পান করানো অভিযোগ উঠেছে ‘মানসিক ভারসাম্যহীন’ মায়ের বিরুদ্ধে। ঘরের টাইলস পরিষ্কারের কাজে ব্যবহৃত অত্যন্ত ক্ষতিকর এই রাসায়নিক ‘ড্যামফিক্স’ পানের কারণে দুই শিশু গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন আছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ‘মানসিক ভারসাম্যহীন’ মা শিশু দুটিকে ড্যামফিক্স পান করিয়েছেন বলে স্বজনরা পুলিশ ও চিকিৎসকদের জানিয়েছেন। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি। শিশু দুটি সম্পর্কে দুই বোন। একজনের বয়স চার বছর, অন্যজনের বয়স তিন। শিশু দুটির বাবা পেশায় গাড়িচালক। বাড়ি রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায়। তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি।

রামেক হাসপাতালের মুখপাত্র জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, বেলা সাড়ে ৩ টার দিকে শিশু দুটিকে হাসপাতালে আনেন স্বজনেরা। স্বজনেরা জরুরি বিভাগে জানান, শিশু দুটির মা তাদেরকে ড্যামফিক্স নামের একটি রাসায়নিক খাইয়ে দিয়েছেন।

তিনি জানান, ছোট বাচ্চাদের পাকস্থলি ওয়াশ করা খুবই ঝুঁকিপূর্ণ। তাই সেটা না করে অন্য উপায়ে চিকিৎসা চলছে। তাদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে। ভর্তির পর দুজনকে একই ওয়ার্ডে রাখা হয়েছিল। সন্ধ্যার পর ছোট বাচ্চাটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। শিশু দুটির ব্যাপারে চিকিৎসকরা খুবই সতর্ক রয়েছেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘শিশু দুটির মা সুস্থ নন বলে শুনেছি। শিশুর মা মানসিক ভারসাম্যহীন বলে স্বজনরা জানিয়েছেন। এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি। মানসিক ভারসাম্যহীন হলে অভিযোগ করলেও কোনো লাভ হবে না।’

আজকের খবর