সুমন তরফদার। কলকাতা সারাদিন।
আজ, বৃহস্পতিবার রাতে দানা-র ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় নবান্নেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সে কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নম্বর প্রকাশ করেছেন তিনি। নীচু এলাকার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ৩,৫৬,৯৪১ জনকে চিহ্নিত করা হয়েছে। এখনও পর্যন্ত ১,৫৯,৮৩৭ জন ক্যাম্পে এসেছেন। মোট ৮৫১টি শিবির খোলা হয়েছে। ৮৩ হাজার ৫৪৭ জন আপাতত রিলিফ ক্যাম্পে আছেন।
মুখ্যমন্ত্রী এদিন জানান, ”পশ্চিমবঙ্গে ল্যান্ডফল হবে না বলে কোনও ক্ষতি হবে না, এমনটা ভাবা ভুল। অনেকে বলছেন ধামরার দিকে যাবে। এদিকে কিছু হবে না। কিন্তু এটা ঠিক নয়। সব থেকে দামী হচ্ছে মানুষের জীবন। এটা জীবন বাঁচানোর লড়াই। এফেক্ট এদিকেও হবে। কারণ আপনার বাড়ির একতলায় যদি আগুন লাগে, তাহলে দোতলাতেও আগুন লাগার সম্ভাবনা থাকে আগুনের শিখার এত জোর। বন্যা যখন হয়, একতলা ডুবে যায়। দোতলাও কিন্তু ডোবার মতো অবস্থায় থাকে। একতলার ভিত নড়ে গেলে তিনতলা বাড়িও পড়ে যায়। আমি রাতে আজ নবান্নে থাকব। উদ্ধারকারী দল কাজ করবে। আমি সবটা মনিটারিং করব।”
হেল্পলাইন নম্বর জানিয়ে এদিন তিনি বলেন, ”০৩৩- ২২১৪ ৩৫২৬ ও ১০৭০ -এই দুটি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। নম্বর দেওয়া হয়েছে বলে যে কেউ ফোন করবেন না। নির্দিষ্ট খবর পেলে তবেই ফোন করবেন। কোনও গুজবে কান দেবেন না। এটা মজার বিষয় নয়।”