শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
দুর্দান্ত লুক, দেদার মাইলেজ! লঞ্চ হল হিরোর নতুন ইলেকট্রিক স্কুটার। ২০২৪ সাল শেষের ঠিক আগে বড় চমক দিল, Hero MotoCorp। সম্প্রতি ব্র্যাণ্ড তার একটি নতুন বৈদ্যুতিক স্কুটার Vida V2 লঞ্চ করেছে। এই বৈদ্যুতিক স্কুটারটি দুর্দান্ত রঙের বিকল্পে উপলব্ধ। ভারতে, এই ইলেকট্রিক স্কুটার অনায়াসেই টেক্কা দিতে পারবে Ola এবং Ather-এর মতো কোম্পানির বৈদ্যুতিক স্কুটারগুলিকে।
Hero VIDA V2 ইলেকট্রিক স্কুটার: Hero MotoCorp এর ইলেকট্রিক টু-হুইলার সাব-ব্র্যান্ড Vida একটি নতুন ইলেকট্রিক স্কুটার V2 লঞ্চ করেছে। এই লাইন আপে তিনটি ভেরিয়েন্ট সামনে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে V2 Lite, V2 Plus এবং V2 Pro। ভারতীয় ইলেকট্রিক স্কুটার বাজারে Ola এবং Ather এর মতো কোম্পানির স্কুটারের একটা বিরাট দাপট রয়েছে বাজারে। সেই সকল ব্র্যাণ্ডের স্কুটারকে অনায়াসেই টেক্কা দেবে হিরোর নতুন ইলেকট্রিক স্কুটার। মাত্র এক লক্ষ টাকার কম প্রারম্ভিক এক্স-শোরুম মূল্যে লঞ্চ করা হয়েছে নয়া এই ই-স্কুটার।
Vida V2 হল V1 রেঞ্জের একটি নতুন সংস্করণ। সবচেয়ে সাশ্রয়ী মূল্যের V2 Lite হল একটি সম্পূর্ণ নতুন ভেরিয়েন্ট এবং এতে একটি ছোট 2.2kWh ব্যাটারি প্যাক রয়েছে, পরিসীমা 94 কিলোমিটার। প্লাস এবং প্রো ভেরিয়েন্টের তুলনায়, এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 69 কিমি। প্লাস ভেরিয়েন্টের টপ স্পীড 85 কিমি প্রতি ঘন্টা আর প্রো ভেরিয়েন্টের টপ স্পিড হল 90 কিমি।
V2 লাইটে দুটি রাইডিং মোড থাকবে – রাইড এবং ইকো। অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য উভয় ভেরিয়েন্টের মত। হিরোর নতুন ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রিন TFT ডিসপ্লে। প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য 96,000 টাকা।
V2 Plus এর দাম 1.15 লক্ষ টাকা এই মডেলে রয়েছে 3.44kWh ব্যাটারি প্যাক। সর্বোচ্চ গতি 85 kmph। এই স্কুটারটি একবার চার্জে 143 কিলোমিটার রেঞ্জ প্রদান করে।
Vida V2 লাইনআপের শীর্ষ-মডেল হল V2 Pro! এর দাম 1.35 লক্ষ টাকা (এক্স-শোরুম)। যাতে রয়েছে একটি 3.94kWh ব্যাটারি, যার সর্বোচ্চ গতি 90 কিলোমিটার। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে, এই বৈদ্যুতিক স্কুটারটি 165 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। Hero এর নতুন ইলেকট্রিক স্কুটারটি 5 বছর/50,000 কিমি ওয়ারেন্টি সহ আসে, যখন ব্যাটারি প্যাকটি 3 বছর/30,000 কিমি ওয়ারেন্টি পাবে।