ব্রেকিং
  • Home /
  • টেকনোলজি /
  • TRAI on Mobile Recharge : মোবাইল কোম্পানিগুলোর ডাকাতি ঠেকাতে মাত্র ১০ টাকায় রিচার্জ, ৩৬৫ দিনের বৈধতা-সহ TRAI -এর নির্দেশে ফিরছে আরও অনেক সুবিধা

TRAI on Mobile Recharge : মোবাইল কোম্পানিগুলোর ডাকাতি ঠেকাতে মাত্র ১০ টাকায় রিচার্জ, ৩৬৫ দিনের বৈধতা-সহ TRAI -এর নির্দেশে ফিরছে আরও অনেক সুবিধা

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। Airtel, Jio, Vodafone Idea এবং BSNL-কে TRAI-এর এই নতুন নির্দেশিকা মেনে চলতে হবে।এই নয়া নির্দেশের মতে ১০ টাকার রিচার্জ থেকে ৩৬৫ দিনের বৈধতা-সহ রয়েছে একাধিক নিয়ম। ভয়েস প্ল্যান জারি করা বাধ্যতামূলক করেছে ট্রাই। দেশের প্রায় ১২০....

TRAI on Mobile Recharge : মোবাইল কোম্পানিগুলোর ডাকাতি ঠেকাতে মাত্র ১০ টাকায় রিচার্জ, ৩৬৫ দিনের বৈধতা-সহ TRAI -এর নির্দেশে ফিরছে আরও অনেক সুবিধা

  • Home /
  • টেকনোলজি /
  • TRAI on Mobile Recharge : মোবাইল কোম্পানিগুলোর ডাকাতি ঠেকাতে মাত্র ১০ টাকায় রিচার্জ, ৩৬৫ দিনের বৈধতা-সহ TRAI -এর নির্দেশে ফিরছে আরও অনেক সুবিধা

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। Airtel, Jio, Vodafone Idea এবং BSNL-কে TRAI-এর এই নতুন নির্দেশিকা মেনে চলতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

Airtel, Jio, Vodafone Idea এবং BSNL-কে TRAI-এর এই নতুন নির্দেশিকা মেনে চলতে হবে।এই নয়া নির্দেশের মতে ১০ টাকার রিচার্জ থেকে ৩৬৫ দিনের বৈধতা-সহ রয়েছে একাধিক নিয়ম। ভয়েস প্ল্যান জারি করা বাধ্যতামূলক করেছে ট্রাই।

দেশের প্রায় ১২০ কোটি মোবাইল ব্যবহারকারীদের জন্য TRAI ঘোষণা করল নয়া নিয়ম।
এই নিয়মের মধ্যে বহু গ্রাহক উপকৃত হবে বলে মনে করছে দেশের টেলিকম রেগুলেটরি অথারিটি অফ ইন্ডিয়া।

ব্যবহারকারীদের স্বার্থে দেশের টেলিকম রেগুলেটরি অথারিটি অফ ইন্ডিয়া একগুচ্ছ নয়া নিয়ম ঘোষণা করেছে।

এই নিয়মগুলি জানুয়ারি মাস থেকেই কার্ষকর হতে পারে। TRAI-এর নতুন নিয়ম অনুসারে 2G ফিচার ফোন ব্যবহারকারীদের ভয়েস এবং এসএমএসের জন্য আলাদা স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) থাকা বাধ্যতামূলক করছে, যাতে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় পরিষেবাগুলির জন্য একটি প্ল্যান পেতে পারেন।

বিশেষ করে ফিচার ফোন ব্যবহারকারীরা, সমাজের কিছু অংশ, বয়স্ক এবং গ্রামীণ এলাকার মানুষসহ সুবিধা পেতে পারেন। এছাড়াও, ব্যবহারকারীদের সুবিধার জন্য, টেলিকম নিয়ন্ত্রক এসটিভি অর্থাৎ বিশেষ ট্যারিফ ভাউচারের বৈধতা বিদ্যমান ৯০ দিন থেকে বাড়িয়ে ৩৬৫ দিন অর্থাৎ এক বছর করেছে। অনলাইন রিচার্জের গুরুত্ব বিবেচনা করে, TRAI ফিজিক্যাল ভাউচারের কালার কোডিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

আগে প্রতিটি ক্যাটাগরির রিচার্জের জন্য আলাদা কালার কোডিং সিস্টেম ছিল। এছাড়া ১০ টাকা মূল্যের অন্তত একটি টপ-আপ ভাউচারের প্রয়োজনীয়তা বজায় রেখেছে এবং টপ-আপ ভাউচারগুলির জন্য শুধুমাত্র ১০ টাকার মূল্যের বা এর জন্য বাধ্যতামূলক করেছে। মজুদ রাখার ব্যবস্থা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিকম সংস্থাগুলি এখন ১০ টাকার টপ-আপ এবং যে কোনও মূল্যের অন্য কোনও টপ-আপ ভাউচার ইস্যু করতে সক্ষম হবে।

যেহেতু বেসরকারী টেলিকম সংস্থাগুলি জুলাই মাসে রিচার্জ প্ল্যানগুলিকে ব্যয়বহুল করেছে, তাই দুটি সিম এবং ফিচার ফোন সহ ব্যবহারকারীদের তাদের সিম সক্রিয় রাখতে ব্যয়বহুল রিচার্জ করতে হবে। ব্যবহারকারীদের সমস্যা বুঝে টেলিকম নিয়ন্ত্রক এখন শুধুমাত্র ভয়েস এবং এসএমএস পরিষেবা ব্যবহার করে ব্যবহারকারীদের স্বস্তি দিয়েছে। টেলিকম সংস্থাগুলি এখন এই ব্যবহারকারীদের জন্য সস্তা রিচার্জ প্ল্যান চালু করতে পারে।

আজকের খবর