ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Sonarpur Private School Chaos : অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির প্রতিবাদে কলকাতা বয়েজ স্কুলের সোনারপুর শাখায় বিক্ষোভ অভিভাবকদের

Sonarpur Private School Chaos : অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির প্রতিবাদে কলকাতা বয়েজ স্কুলের সোনারপুর শাখায় বিক্ষোভ অভিভাবকদের

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। কলকাতা বয়েজ স্কুলের সোনারপুর শাখায় বিক্ষোভ। ফি বৃদ্ধি এবং স্কুলের পরিকাঠামো অত্যন্ত খারাপ তার প্রতিবাদেই এই বিক্ষোভ বলে জানালেন অভিভাবকরা। বিক্ষোভরত অভিভাবকদের দাবি স্কুলের মাঠ, স্কুলের বাথরুম, ক্লাসরুমের অবস্থা খারাপ, মাঝেমধ্যেই চাঙড় ভেঙে পড়ে, পর্যাপ্ত....

Sonarpur Private School Chaos : অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির প্রতিবাদে কলকাতা বয়েজ স্কুলের সোনারপুর শাখায় বিক্ষোভ অভিভাবকদের

  • Home /
  • কলকাতা /
  • Sonarpur Private School Chaos : অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির প্রতিবাদে কলকাতা বয়েজ স্কুলের সোনারপুর শাখায় বিক্ষোভ অভিভাবকদের

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। কলকাতা বয়েজ স্কুলের সোনারপুর শাখায় বিক্ষোভ। ফি বৃদ্ধি এবং স্কুলের পরিকাঠামো....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

কলকাতা বয়েজ স্কুলের সোনারপুর শাখায় বিক্ষোভ। ফি বৃদ্ধি এবং স্কুলের পরিকাঠামো অত্যন্ত খারাপ তার প্রতিবাদেই এই বিক্ষোভ বলে জানালেন অভিভাবকরা। বিক্ষোভরত অভিভাবকদের দাবি স্কুলের মাঠ, স্কুলের বাথরুম, ক্লাসরুমের অবস্থা খারাপ, মাঝেমধ্যেই চাঙড় ভেঙে পড়ে, পর্যাপ্ত শিক্ষক নেই, ক্লাসরুমে সিসিটিভি নেই, পর্যাপ্ত শিক্ষক নেই।

বারবার আলোচনায় বসার দাবি জানানো হলেও তাঁদের দাবি মানা হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা।

তাঁদের দাবি, প্রতি মাসে ৪ হাজার টাকা করে দেওয়া হয়। সেই টাকা আরো বাড়ানোর সার্কুলার দেওয়া হয়েছে ২০ জানুয়ারি। অভিভাবকদের দাবি, স্কুলের পরিকাঠামোর উন্নতি হলে তবে তারা বাড়তি ফি দেবেন।

পুলিশের সঙ্গে মধ্যস্ততায় আগামী ১লা ফেব্রুয়ারি মিটিং ডেকেছেন স্কুল কতৃপক্ষ। এইদিনই স্কুলের বেলেঘাটা শাখায় মিনি মেলা রয়েছে।

সেই পরিস্থিতিতে কীভাবে এই আলোচনা সম্ভব তা নিয়ে সন্ধিহান অভিভাবকরা। এই বিষয়ে স্কুল কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে চায়নি।

আজকের খবর