ব্রেকিং

Mamata on Kanthi cooperative : কাঁথি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির তদন্তের নির্দেশ মমতার

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। কাঁথি সমবায় ব্যাঙ্কে এবার আগের জমানার ফাইল খুলে দেখা হবে। আগের বোর্ডের সময় কোনও দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কাঁথি সমবায় ব্যাঙ্কে চেয়ারম্যান মনোনয়নের দিনই এই কড়া....

Mamata on Kanthi cooperative : কাঁথি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির তদন্তের নির্দেশ মমতার

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। কাঁথি সমবায় ব্যাঙ্কে এবার আগের জমানার ফাইল খুলে দেখা হবে। আগের বোর্ডের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

কাঁথি সমবায় ব্যাঙ্কে এবার আগের জমানার ফাইল খুলে দেখা হবে। আগের বোর্ডের সময় কোনও দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কাঁথি সমবায় ব্যাঙ্কে চেয়ারম্যান মনোনয়নের দিনই এই কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কাঁথিতে এদিন বৈঠকে প্রতিনিধি মারফত এই কড়া বার্তা তিনি দেন। একইসঙ্গে স্বচ্ছতার সঙ্গে ব্যাঙ্ক চালাতেও নতুন বোর্ডকে বার্তা দেন মমতা। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

কাঁথি সমবায় নির্বাচনে ১০৮টি আসনের মধ্যে ১০১টি আসন জিতেছে তৃণমূল। কিন্তু, শাসকদলের অন্দরে টানাপোড়েনের জেরে বোর্ড গঠনে দেরি হয়। হস্তক্ষেপ করতে হয় স্বয়ং তৃণমূল সুপ্রিমোকে। শেষপর্যন্ত কাঁথি সমবায় ব্যাঙ্কে ১৫ জন ডিরেক্টর নির্বাচিত হন। আর এদিন কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনয়নের বৈঠক ছিল। সূত্রের খবর, কাঁথিতে সেই বৈঠকেই প্রতিনিধি মারফত কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। কারও নাম নেননি তিনি। কিন্তু, কাঁথি সমবায় ব্যাঙ্কের আগের আমলে কোনও দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলেন। এমনকি, দুর্নীতি হয়ে থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। আগের জমানার হিসেব যেমন খতিয়ে দেখতে বলেছেন, তেমনই বর্তমান বোর্ডকেও স্বচ্ছতার সঙ্গে সমবায় ব্যাঙ্ক চালানোর বার্তা দেন মমতা।

রবিবারের বৈঠকে তৃণমূল সুপ্রিমো দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন মোট তিনটি বিষয়ের উপরে। সেগুলি হল- ১) দলীয় কর্মীদের স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। ২) পূর্বে কোনও দুর্নীতির কাজ হলে তা খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে এবং ৩) কাঁথি সমবায় ব্যাঙ্কের শ্রীবৃদ্ধি ঘটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আজকের খবর