সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
নিউটাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপন হল পূর্ব ভারতের সর্ববৃহৎ হাসপাতালের। ডাক্তার দেবী শেঠির উদ্যোগে বাংলায় এলো বিপুল বিনিয়োগ। বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে রীতিমত বিপ্লব ঘটিয়ে তৈরি হতে চলেছে পূর্ব ভারতের সর্ববৃহৎ এই বেসরকারি হাসপাতাল। ১ হাজার১০০ বেডের নতুন সুপার স্পেশালিটি হাসপাতালটি গড়ে উঠছে নিউ টাউনে। প্রথম পর্যায়ে ৫০০ বেডের হাসপাতাল গড়ে উঠবে। পরে আরও ৬০০বেডের হাসপাতাল তৈরি হবে।

এই হাসপাতাল চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কমপক্ষে দশ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বৃহস্পতিবার নিউটাউনে এই নতুন হাসপাতালের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় নারায়ণা গ্রুপ ১ হাজার ১০০ শয্যার এই হাসপাতাল তৈরি করবে বলেই জানিয়েছিল। সেদিনই মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন শিলান্যাসের অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকবেন। মাত্র ১৩-১৪ দিনের মধ্যে বৃহস্পতিবার নিউটাউন কনভেনশন সেন্টারের বিপরীতে হাসপাতালে শিলান্যাস। মুখ্যমন্ত্রী জানান, এই হাসপাতালে ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। দুটি দফায় হাসপাতালের শিলান্যাস হবে। প্রথম দফায় ৫০০ এবং দ্বিতীয় দফায় ৬০০ শয্যা হবে। ক্যানসারের চিকিৎসা যেমন হবে তেমনই আবার হাসপাতালে হার্ট অপারেশনের বন্দোবস্ত থাকবে। অঙ্গ প্রতিস্থাপনের বন্দোবস্তও থাকবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কমপক্ষে ১০ হাজার কর্মসংস্থান হবে হাসপাতালে।
উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে হিডকোকে ধন্যবাদ জানান মমতা । তাঁর কথায়, “হিডকোকে ধন্যবাদ দিচ্ছি। তাদের জন্য ১০ হাজার কর্মসংস্থান হবে। নিউটাউনে দেশের অন্যতম বড় হাসপাতাল হবে। প্রথমে ৫০০ বেড এবং দ্বিতীয় পর্যায়ে থাকবে ৬০০ বেড।”
তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। বাংলা সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প ঘোষিত হয়েছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, “স্বাস্থ্য সাথীতে ৯ কোটি মানুষ যুক্ত হয়েছে। এরজন্য খরচ ১২ হাজার কোটি টাকা। আমাদের স্বাস্থ্যসাথী ৯ কোটি মানুষ পান। পরিবারের মহিলা সদস্যের নামে দেওয়া হয় স্বাস্থ্যসাথী। আমরা গর্বিত। ৩২ হাজার বাচ্চাকে শিশুসাথীতে অপারেশন করা হয়েছে। এই খাতে ১৫০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। স্বাস্থ্যে বিপ্লব এনেছে রাজ্য সরকার।”
বাংলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে রাজনৈতিকভাবে বিরোধীরা যে সমস্ত সমালোচনা বা কুৎসা করেন এদিনের মঞ্চ থেকে তার মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিউটাউনে দেবী শেঠির হাসপাতাল উদ্বোধনে গিয়ে বাংলার স্বাস্থ্য কাঠামো নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমাদের সরকার ১৪টা নতুন মেডিক্যাল কলেজ করেছে। সেইসঙ্গে এখন পর্যন্ত ২ কোটি ৩৩ লক্ষ মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে। ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। ক্রিটিকাল কেয়ার ইউনিট আগে জেলায় থাকত না। এসএনসিইউ আগে ৬টি ছিল। আমরা ৭১টি করেছি। ১৩ হাজার ৩৯২ স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি। ১১৭টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে।”

অন্যদিকে এদিন নিউটাউনে পূর্ব ভারতের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ডাক্তার দেবী শেঠি।