প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
দেশের সমস্ত বেসরকারি টেলিকম অপারেটরগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর সরকারি এই টেলিকম অপারেটরের দিকেই বেশি করে ঝুঁকছে মানুষ। গ্রাহক সংখ্যাও লাফিয়ে বেড়েছে। এই পরিস্থিতিতে বিএসএনএল (BSNL Recharge Plans) তাদের গ্রাহকদের জন্য নিত্য নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। বিএসএনএল ৪জি সারা দেশে তাদের নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করছে এবং ক্রমেই দেশে ৫জি পরিষেবা (Mobile Prepaid Recharge) ভালভাবে শুরু করতে চলেছে বিএসএনএল। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই এই ৫জি পরিষেবা শুরু হবে বলে জানা গিয়েছে। এখন বিএসএনএলের এমন একটি রিচার্জ প্ল্যান প্রকাশ্যে এসেছে যেখানে দিনে ২ জিবি করে ডেটা পাওয়া যাবে, আর এই রিচার্জ প্ল্যানের বৈধতা থাকবে ৫ মাস।
৪০০ টাকার কমেই বিএসএনএলের রিচার্জ প্ল্যান
বিএসএনএল সংস্থা নিয়ে এসেছে ৩৯৭ টাকার একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান। স্মার্টফোনে যে সমস্ত গ্রাহকরা এই বিএসএনএলের সিমকে সেকেন্ডারি সিম হিসেবে রাখেন, তাদের জন্য এই রিচার্জ প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ ও সাশ্রয়ী হতে চলেছে। এই সস্তার প্ল্যানের বৈধতা থাকবে টানা ৫ মাস। একবার রিচার্জ করলে চলবে ১৫০ দিন।
কী কী সুবিধে পাওয়া যাবে
৩৯৭ টাকার এই রিচার্জে প্রচুর সুবিধে পাওয়া যাবে। এই প্রিপেইড প্ল্যানে ৩০ দিন পর্যন্ত আনলিমিটেড কলের সুবিধে পাওয়া যাবে। যে কোনও নেটওয়ার্কে যতক্ষণ খুশি কল করা যাবে এই প্ল্যানে। ৩০ দিনের আনলিমিটেড কলিং আর ১৫০ দিনের ইনকামিং কলের বৈধতা দিচ্ছে এই প্ল্যান।
এর ফলে এই রিচার্জ করালে ৫ মাস আর চিন্তা করতে হবে না। এই রিচার্জ প্ল্যানের প্রথম ৩০ দিনে দৈনিক ২ জিবি করে ডেটার সুবিধে পাবেন। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ৪০ কেবি প্রতি সেকেন্ড গতিতে ইন্টারনেটের সুবিধে পাবেন। দিনে ১০০টি এসএমএস বিনামূল্যে পাবেন এই প্ল্যানের অধীনে।
১০০ টাকার কমে বিএসএনএলের অনেকগুলি ভাল ভাল প্ল্যান রয়েছে যেগুলিতে প্রচুর সুবিধে পাওয়া যায়। প্রথমেই উল্লেখ করতে হয় ৯১ টাকার প্ল্যানের কথা। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন ৬০ দিনের ভ্যালিডিটি। নিজেদের রিচার্জের বৈধতা বাড়াতে চাইছেন যারা, তাদের জন্য এই প্ল্যানটি কাজে দেবে।