সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
“আপনার বিধায়ক আপনার পাশে”। নিজের বিধানসভা এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনসংযোগ আরো দৃঢ় করতে এমন কর্মসূচি চালু করলেন শোনার পর দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র।
এই কর্মসূচির পাশাপাশি আরও একটি নতুন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্তীর উপস্থিতিতে বিধানসভার সকল মানুষের দাবিপূরণের লক্ষ্যে চালু করলেন “আপনার দাবী আপনার অধিকার”।

অন্যদিকে ভোটার লিস্ট থেকে ভুতুড়ে ভোটার বাছাই করে তা বাদ দেওয়ার জন্য সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত সমস্ত বুথের কর্মীদের নিয়েও কর্মী সভার ডাক দিয়েছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র।

বিধায়ক এবং সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি শিবনাথ ঘোষ মহাশয়, রাজপুর -সোনারপুর পৌরসভার মাননীয় পৌর প্রধান ডঃ পল্লব কুমার দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি এই বলাই বারিক মহাশয় সহ
পৌরসভার সকল পৌরপিতা,পৌরমাতা, সকল পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সকল পঞ্চায়েত সদস্য ও সদস্যা, জেলা পরিষদ সদস্য/সদস্যা, সকল ওয়ার্ড ও অঞ্চল সভাপতি সহ সকল বুথের কর্মীবৃন্দ।