সুমন তরফদার। কলকাতা সারাদিন।
“আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের পিছনে হাত রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি যে বৈঠকে উপস্থিত থাকবেন সেখানে উপস্থিত থাকা আমার পক্ষে সম্ভব নয়।”
এমন বিস্ফোরক বক্তব্য জানিয়ে বিধানসভার সচিবালয়ে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আগামী ১৯ মার্চ রাজ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রীর পদাধিকার বলে সেই বৈঠকে নেতৃত্ব দেবেন কমিটির চেয়ারপার্সন মমতা। প্রশাসনিক বৈঠগুলিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতার।
ওই বৈঠকে থাকার কথা শোভনদেব চট্টোপাধ্যায়েরও। কিন্তু মমতার সঙ্গে কোনও বৈঠকে বসবেন না যাবেন না বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু। গতকাল রাতেই সেকথা জানিয়েছিলেন, রাজ্যপালকেও নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতেও বৈঠকে না যাওয়া নিয়ে বিবৃতি দেন শুভেন্দু। তিনি লেখেন, “রাজ্যের তথ্য কমিশনের কমিশনার নিয়োগের বৈঠকে নাম সুপারিশের জন্য, রাজ্যপালের হাতে গঠিত কমিটির সদস্য হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই কমিটির অন্য দুই সদস্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

কিন্তু আমি ওই বৈঠকে যেতে পারব না বলে জানিয়ে দিয়েছি। বিবেকের ডাকে সাড়া দিয়ে, আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, যা কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগের সচিবকে লেখা চিঠিতে জানিয়েছি।”

তিনি যে এই বৈঠকে যোগ দেবেন না তা জানিয়েছিলেন বুধবার রাতেও। তাঁর বক্তব্য ছিল, “১৯ তারিখে তথ্য কমিশনার নিয়োগের বৈঠক রয়েছে বিধানসভায়। কমিটির সদস্য আমি। জানে ১৯ তারিখ বারুইপুরে আমার কর্মসূচি রয়েছে। কিন্তু আমি ঠিক করেছি, অভয়ার ধর্ষণ-খুনে যিনি দায়ী। ডাক্তার বোনের তথ্য প্রমাণ যিনি লোপাট করেছেন, কখনও তাঁর সঙ্গে কোনও বৈঠকে যোগ দেব না। তিনি মুখ্যমন্ত্রী হোন বা হরিদাস পাল হোন।”