সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
আপাতত প্রত্যাহার ব্যাঙ্ক ধর্মঘট। আগামী ২৪ ও ২৫ মার্চ স্বাভাবিক থাকবে পরিষেবা। দাবিপূরণ না হলে এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই হুঁশিয়ারি ধর্মঘটকারীদের।
ধর্মঘট সংক্রান্ত বিষয়ে শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হয়। সেই আলোচনা সদর্থক হওয়াতেই ধর্মঘট প্রত্যাহার করা হল। কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস পেতেই এই সিদ্ধান্ত।
ব্যাঙ্ক কর্মীদের সংযুক্ত সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল। আগামী ২২ মার্চ চতুর্থ শনিবার, ২৩ মার্চ রবিবার। এবং ২৪ ও ২৫ মার্চ সোম ও মঙ্গলবার। ফলে টানা চারদিন বন্ধ থাকলে হয়রানি পোহাতে হত গ্রাহকদের।
ইউএফবিইউ জানিয়েছিল, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে মীমাংসা আলোচনা ব্যর্থ হওয়ায় তারা ধর্মঘটের পথেই অটল থাকছে। সংগঠনের মূল দাবিগুলি মেনে নেওয়ার ব্যাপারে অস্বীকৃত হওয়ায় ধর্মঘটের দিন বদল হচ্ছে না। তবে আজ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হয় ইউএফবিইউ। ইউএফবিইউ হচ্ছে ৯টি ব্যাঙ্ক সংগঠনের যৌথ মঞ্চ। আজ তাদের আলোচনা সদর্থক হওয়াতেই ধর্মঘট প্রত্যাহার করা হল।
কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের দাবি, ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ। তার ফলে বহু শূন্যপদ তৈরি হয়েছে। অল্প সংখ্যক কর্মীর পক্ষে গ্রাহক পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়া পাঁচদিনের সপ্তাহ চালুর ক্ষেত্রেও আইবিএ সঠিক ভূমিকা পালন করেনি বলেই অভিযোগ। তৃতীয়ত, উৎসাহ ভাতা চালুর কথা থাকলেও, তা হয়নি। এমনই একগুচ্ছ দাবিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন বা আইবিএ-র সঙ্গে কর্মী সংগঠনগুলির মঞ্চ বৈঠক করে। বৈঠক নিষ্ফলা হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত নেন কর্মীরা।