ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ঝাড়গ্রাম জেলার ৭৯ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্প এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল ও ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি।
কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন এই প্রকল্পটি ঝাড়গ্রাম জেলার প্রতিটি অঞ্চলে মঙ্গলবার থেকে চালু করা হয়েছে। এর ফলে প্রতিটি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
এলাকার মানুষ সুস্থ থাকবে, পরিবেশ সুন্দর হবে। তাই নির্দিষ্ট জায়গায় পচনশীল ও অপচনশীল জিনিসগুলি রাখার জন্য তিনি সকলের কাছে। একইভাবে ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকে মঙ্গলবার এই কর্মসূচির আয়োজন করা হয়।
ই-কার্ট দ্বারা কঠিন বর্জ্য সংগ্রহের পতাকা প্রদর্শনের মাধ্যমে সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ রগড়া তে এই প্রকল্পের শুভ সূচনা করেন।
রগড়াতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, রগড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান পঞ্চানন দাস সহ অনেকে। পাশাপাশি সাঁকরাইল ব্লকের সমস্ত অঞ্চলের প্রধান দের উপস্থিতিতে শুরু করা হয় এই প্রকল্পের কাজ।