সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
লন্ডনে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় অনুযায়ী রবিবার দুপুরে লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করে মমতার বিমান। দুবাই হয়ে লন্ডনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে লন্ডনে নামার সময় আবহাওয়া একটু প্রতিকুলই ছিল। বিমান অবতরণের সময় বৃষ্টি হচ্ছিল লন্ডনে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতেই কলকাতা থেকে রওনা দিয়ে দুবাই হয়ে রবিবার দুপুরে পৌঁছেছেন লন্ডনে। হিথরো বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের জেরে তাঁর পূর্ব নির্ধারিত যাত্রা পেছালেও, অবশেষে শনিবার রাত ৮টা নাগাদ তিনি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন এবং রবিবার দুপুরে পৌঁছন ব্রিটিশ রাজধানীতে।
বর্তমানে লন্ডনে তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। বাকিংহাম প্যালেসের থেকে ঢিলছোড়া দূরত্বে হোটেলে রয়েছেন মমতা। আপাতত রবিবার মমতার তেমন বড় কোনও কর্মসূচি নেই। তবে আগামিকাল সোমবার ভারতীয় হাই কমিশনে আমন্ত্রিত মমতা। তার আগে রবিবার সরকারি আধিকারিকদের সঙ্গে ঘরোয়া বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। পুরোদস্তুর কর্মসূচির আগে প্রস্তুতি সেরে নিচ্ছেন তিনি।
এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব সহ একাধিক সরকারি আধিকারিক। পাশাপাশি রয়েছেন শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা, উমেশ চৌধুরী ও সন্তোষ বাঙ্গার। সফরসঙ্গী হিসেবে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও।
ছয় দিনের ঠাসা কর্মসূচি নিয়ে লন্ডনে মমতা। ২৪ মার্চ ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২৫ মার্চ বাণিজ্য সম্মেলন ও ২৬ মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরের বৈঠক রয়েছে বলে খবর। তার আগে ভারত থেকে আরও বেশ কয়েকজন শিল্পপতি লন্ডনে রওনা দেবেন বলে সূত্রের খবর। ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেও যোগ দিয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। এর পরের দিন কলকাতার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। এখানে পৌঁছবেন ২৯ মার্চ। এই সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি, বাংলায় বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি আশা করা হচ্ছে।
ট্রান্সফরমারে আগুন লেগে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় উড়ান বন্ধ হয়ে গিয়েছিল লন্ডনের হিথরো বিমানবন্দরে। ঘটনাচক্রে হিথরো বিমানবন্দরেই বিমান অবতরণের কথা ছিল মমতার। কিন্তু বিমানবন্দরে বিপত্তির জেরে হিথরোয় সমস্ত উড়ান বাতিল করে এয়ার ইন্ডিয়া। শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শনিবারই ছন্দে ফিরেছে হিথরো বিমানবন্দর। ১২ ঘণ্টা সফর পিছিয়ে অবশেষে লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে শনিবার রাত আটটা কুড়ি নাগাদ দুবাইতে উড়ে যান মমতা। সেখান থেকে লন্ডনের কানেক্টিং ফ্লাইট ধরেন মুখ্যমন্ত্রী। দুবাইতে দুই গুজরাটি তরুণীর সঙ্গে তাঁর আলাপ হয়। মুখ্যমন্ত্রীর অনুরোধে তাঁরা দুবাই বিমাবন্দরে হিন্দি গানে পারফর্মও করেন বলে সূত্রের খবর।

ভারতীয় সময় রবিবার ভোর ৪টে ৪৮ মিনিটে লন্ডনের বিমানে পাড়ি দেন মমতা। লন্ডনের সময় অনুযায়ী সকাল ৭টার সময় পৌঁছন মুখ্যমন্ত্রী। এখন বেশ কয়েকদিন লন্ডনের তাপমাত্রা সর্বোচ্চ ১৪ ডিগ্রি ও সর্বনিম্ন ৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।