শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
জ্বালানির দামের ঊর্ধ্বগতির মধ্যে মধ্যবিত্ত ক্রেতাদের নজর এখন এমন স্কুটারের দিকে, যেগুলি মাইলেজে সেরা এবং দামে একেবারে পকেটফ্রেন্ডলি। একাধিক কোম্পানি এই চাহিদাকে মাথায় রেখে বাজারে এনেছে সাশ্রয়ী মূল্যের এমন কিছু স্কুটার, যেগুলির পারফরম্যান্স আর মাইলেজ দেখে আপনি অবাক হবেন।
মাত্র এক লিটার পেট্রোলে প্রায় গোটা শহর ঘুরে ফেলা সম্ভব এই মডেলগুলোর মাধ্যমে।
এই তালিকায় রয়েছে Honda Activa 6G, যার মাইলেজ ৫৯.৫ কিমি প্রতি লিটার এবং দাম শুরু ৭৮,৬৮৪ টাকা থেকে। একইভাবে TVS Jupiter 125 মডেলটি এক লিটারে চলে ৫৭.২৭ কিমি এবং এর প্রাথমিক দাম ৭৯,৫৪০ টাকা। Suzuki Access 125 মডেলটিতে রয়েছে ১২৫ সিসির শক্তিশালী ইঞ্জিন, এবং এক লিটারে চলে প্রায় ৪৫ কিমি-দাম শুরু ৮২,৯০০ টাকা থেকে।
আরও রয়েছে Yamaha Fascino 125, যার মাইলেজ সবচেয়ে বেশি-৬৮.৭৫ কিমি প্রতি লিটার, এক্স শোরুম দাম ৮১,১৮০ টাকা।

তালিকার শেষ স্কুটার Hero Destini 125, যা এক লিটারে চলে ৬০ কিমি এবং দাম মাত্র ৮০,৪৫০ টাকা থেকে শুরু। যারা কম বাজেটে দীর্ঘ মাইলেজ খুঁজছেন, তাঁদের জন্য এই স্কুটারগুলো নিঃসন্দেহে সেরা চয়েস।