ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • California Film Festival : ক্যালিফোর্নিয়ার চলচ্চিত্র উৎসবে বাংলার শিল্পীর ‘ হ্যাটট্রিক ‘

California Film Festival : ক্যালিফোর্নিয়ার চলচ্চিত্র উৎসবে বাংলার শিল্পীর ‘ হ্যাটট্রিক ‘

কলকাতা সারাদিন ডেস্ক। বঙ্গাব্দ ১৪৩১ শের অবসানে শহর তথা বাংলা জুড়ে বর্ষবরণের আনন্দ বিরাজমান। বসন্তের বিদায় বেলায় বঙ্গ তনয়ার কৃতিত্ব নিয়ে এল আনন্দ সংবাদ। গত বছরের রবীন্দ্র জয়ন্তীতে ফরাসি শিল্পী গ্রেগ সৌজে রবি ঠাকুরের গানেই গলা মিলিয়ে ছিলেন বাংলার শিল্পী....

California Film Festival : ক্যালিফোর্নিয়ার চলচ্চিত্র উৎসবে বাংলার শিল্পীর ‘ হ্যাটট্রিক ‘

  • Home /
  • আন্তর্জাতিক /
  • California Film Festival : ক্যালিফোর্নিয়ার চলচ্চিত্র উৎসবে বাংলার শিল্পীর ‘ হ্যাটট্রিক ‘

কলকাতা সারাদিন ডেস্ক। বঙ্গাব্দ ১৪৩১ শের অবসানে শহর তথা বাংলা জুড়ে বর্ষবরণের আনন্দ বিরাজমান। বসন্তের বিদায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কলকাতা সারাদিন ডেস্ক।

বঙ্গাব্দ ১৪৩১ শের অবসানে শহর তথা বাংলা জুড়ে বর্ষবরণের আনন্দ বিরাজমান। বসন্তের বিদায় বেলায় বঙ্গ তনয়ার কৃতিত্ব নিয়ে এল আনন্দ সংবাদ। গত বছরের রবীন্দ্র জয়ন্তীতে ফরাসি শিল্পী গ্রেগ সৌজে রবি ঠাকুরের গানেই গলা মিলিয়ে ছিলেন বাংলার শিল্পী সৌমিতা সাহার সাথে। ইউরোপ – এশিয়ার দূরত্ব বাদ সাধতে পারেনি তাদের বন্ধুত্বের উদযাপনের গান ‘ পুরানো সেই দিনের কথা ” – এ। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যাল ” ফেস্টিভ্যাল অ্যাঙ্গেলিকা ” – র জন্য নির্বাচিত হয়েছেন এই ইন্দো – ফরাসি যুগলবন্দির মিউজিক ভিডিও।

উল্লেখ্য এই রবি গানের পাশাাশি সৌমিতার লেখায় ও সুরে আরও দুটি মৌলিক গানের মিউজিক ভিডিও স্থান করে নিয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যালে। হিন্দি তে লেখা ” ঠুংরী ” – ‘ ইয়াদ পিয়া কী ‘ যার যন্ত্রানুসঙ্গ পুরোপুরি ইলেকট্রনিক ড্যান্স মিউজিক অর্থাৎ ইডিম আঙ্গিকে স্থান করে নিয়েছে এই উৎসবে। গানটির আরেঞ্জমেনট এর দায়িত্বে ছিলেন অরিন্দম ভদ্র (বুম্বা) । অন্য দিকে গ্লোবাল নিহিলিজম কে কেন্দ্র করে লেখা সৌমতার ইংরেজি গান ” ফ্র্যাজাইল ইটারনিটি ” ও নিজ গুণে স্থান পেয়েছেন ” ফেস্টিভ্যাল অ্যাঙ্গেলিকা ” – এ।

বঙ্গ তনয়ার এই হ্যাটট্রিক প্রসঙ্গে শিল্পী বলেন ” গ্রেগ ও আমি যখন গানটি গাইব বএর আগে রবীন্দ্রলে পরিকল্পনা করি, আমি আন্দাজ করতে পারছিলাম, ওর জন্য কঠিন হবে বাংলা রপ্ত করে গাওয়া। তবে ওকে আমি বছর ৬ ধরে চিনি অত্যন্ত পরিশ্রম করে এক একটি কাজের পিছনে। ওর হিন্দি ভাষা জানা তাই, ভরসা করতে পারছিলাম যে ও পারবে। সবচেয়ে বড় বিষয় হলো রবীন্দ্র অনুরাগ, ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ন, ওখান থেকেই ইচ্ছে শক্তি সবটা সম্ভব করিয়ে তোলে।

” গত বছর রবীন্দ্র জয়ন্তীর সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল এই জুটির ” পুরানো সেই দিনের কথা ” । সৌমিতার ” ফ্র্যাজাইল ইটারনিটি ” ও বেশ আলোড়ন সৃষ্টি করেছিল কারণ কেদার রাগের উপর সৃষ্টি এই আদ্যন্ত পশ্চিমী গানের আলাপের মূর্ছনা মিলে মিশে এক হয়ে যায়। সাথে ছিল একটা নতুন পৃথিবীর স্বপ্ন দেখার বার্তা। তিনটি গান নির্বাচিত হওয়ায় শিল্পী কে অনেকেই এই ‘ হ্যাটট্রিক ‘ এর জন্য অভিনন্দন জানিয়েছেন সমাজ মাধ্যমে। অনেকেই প্রকাশ করেছেন বিদেশী চলচ্চিত্র উৎসবে বাংলা তথা ভারতের দাদাগিরির কথা। তিনটি সম্পূর্ণ ভিন্য আঙ্গিকের গান নিয়ে ভারতের প্রতিনিধিত্ব করবেন বাংলার শিল্পী সৌমিতা সাহা।

পেশায় স্থপতি সৌমিতার অসামান্য সাঙ্গীতিক প্রতিভার পাশাপশি দেশ – বিদেশে চারুকলার জন্যও আর্জন করেছেন খ্যাতি। সম্প্রতি Shemaroo বাংলা থেকে প্রকাশ পেয়েছে এসারেল মোশন পিকচার্স প্রযোজিত শিল্পীর রবীন্দ্রসংগীতের একটি মিউজিক ভিডিও।

ভবিষ্যত পরিকল্পনা নিয়ে শিল্পী জানান ” রবি ঠাকুরের গানের পাশাপশি আমি মৌলিক গানেও ফোকাস করছি। এর আগে কিছু ফিল্ম ও মিউজিক ফেস্টিভালে আমি ভারতের প্রতিনিধিত্ব করেছি রবি ঠাকুরের গান নিয়ে, এবার যে আরও দুটি মৌলিক গান নিয়ে নির্বাচিত হয়েছি এটা মৌলিক গানে ফোকাস করার আমার উৎসাহ বাড়াচ্ছে। “

আজকের খবর