সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
একদিকে দুর্গাপুজো ২০২৪ সালের কার্নিভাল, অন্যদিকে, আর জি কর কাণ্ড ঘিরে চলছে দ্রোহের কার্নিভাল। শহরের দুই প্রান্তে দুই ঘটনার মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন রেড রোডের পুজো কার্নিভালে।
একদিকে শহরের একাংশ যখন গর্জে উঠছে তীব্র প্রতিবাদে, তখনই শহরের আরও এক প্রান্তে দুর্গাপুজোর উৎসব ঘিরে চলছে বর্ণাঢ্য কার্নিভাল। সেখানে একের পর এক পুজো কমিটির পারফরমেন্সে পরিবেশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গান।
এবছর ৮৯ পুজো কমিটি কার্নিভালে অংশ নিয়েছে। বর্ণাঢ্য এই রঙিন শোভাযাত্রা দেখতে দেশ-বিদেশের অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিল রাজ্য সরকার। বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত ১০৫টি পুজো কমিটির মধ্যে ৮৯টি পুজো কমিটি এবার কার্নিভালে অংশ নিচ্ছে।
পুজোর বিশেষত্ব তুলে ধরার জন্য প্রত্যেক পুজো কমিটিকে তিন মিনিট করে সময় দেওয়া হচ্ছে। রাজ্যের আমন্ত্রণে আজ রেড রোডের পুজো কার্নিভালে হাজির তাঁরা। মঞ্চে ইউনেস্কোর প্রতিনিধিরাও। কলকাতার দুর্গাপুজোকে গ্লোবাল কালচারাল হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
প্রতিবারের মতো এবারেও রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন পুজো কার্নিভাল ঘিরে। রেড রোডের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেখা গেল, নুসরত জাহানকে। উৎসবের আসরে গানের ছন্দে- তালেও মাতলেন তিনি। তিনি ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া সহ বহু বিশিষ্ট অভিনেত্রী-রাজনীতিককে। ছিলেন সাংসদ অভিনেত্রী জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, প্রাক্তন সাংসদ নুসরত জাহান, অভিনেতা, বিধায়ক সোহম চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া পাল, ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ড, শ্রীতমা ভট্টাচার্য, অভিনেতা দিগন্ত বাগচীকে। এছাড়াও পুজো কার্নিভালে এবার নাচ করতে দেখা গেল নীল ভট্টাচার্য ও সম্পূর্ণা লাহিড়িকে।
ইউনিসেফ-এর প্রতিনিধি ছাড়াও দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত ছিলেন সেখানে। জার্মানি, পেরু, ইকুয়েডর, বেলজিয়াম, স্লোভেনিয়া, সাইপ্রাস ও আয়ারল্যান্ডের উপদূতাবাসের আধিকারিকরাও যোগ দেন কার্নিভালে।
রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানে যে উপস্থিত থাকবেন না, তা আগে থেকেই জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের স্কুল ‘দীক্ষা মঞ্জরী’র তরফে পরিবেশিত নৃত্যানুষ্ঠান রেড রোডে আলাদা করে নজর কাড়ে।
এই অনুষ্ঠানে ডোনার নির্দেশনায় পরিবেশিত হয় নৃত্য। যে গানে এই নৃত্য পরিবেশিত হয়েছে, তা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গানের সুরও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। যে গান পরিবেশিত হয়েছে তার নাম ‘আমার আড়ালে , আমার আবডালে।’