শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
কেন্দ্রীয় বাজেট পেশ করার পূর্বে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত হয় হালুয়া পর্ব। ময়দা, চিনি ও ঘি দিয়ে হালুয়া তৈরি করা হয়।
অর্থমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। বার্ষিক আর্থিক পরিকল্পনা তৈরির প্রচেষ্টার আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে এটি কাজ করে।
হালুয়া বিতরণ একটি গুরুত্বপূর্ণ কাজের মধুর সূচনা। খাবারের মাধ্যমে মাইলফলক উদযাপনের ভারতীয় ঐতিহ্য এতে প্রতিফলিত হয়। ঊর্ধ্বতন নীতিনির্ধারক থেকে সহকারী কর্মী, সকলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এ অনুষ্ঠান।
উপস্থিত সকল কর্মকর্তা ও দলের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানের পর, প্রধান কর্মীরা সংসদে বাজেট দাখিল না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করেন।
অনুষ্ঠান শেষে বাজেট প্রস্তুতকারী দল মন্ত্রণালয়ের অভ্যন্তরে সুরক্ষিত পরিবেশে থাকে।
এই ঐতিহ্য ভারতীয় সংস্কৃতি ও প্রশাসনের মেলবন্ধন
এবং আধুনিক অর্থব্যবস্থায় ঐতিহ্যের সংমিশ্রণ।