উলুবেড়িয়া উত্তর, শ্যামপুরের পর এবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিরোধী রাজনৈতিক শিবিরে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বহিরা গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সদস্য সহ শতাধিক আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিল।
এদিন ৫৮ গেটে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এই সমস্ত আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসের যোগ দেয়। এদিন এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সরকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু, বিধায়ক প্রিয়া পাল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
এদিনের এই অনুষ্ঠানে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১৩ টি অঞ্চলের দুই শতাধিক প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি দলের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করা দলের কয়েকজন একনিষ্ঠ কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয়।
এদিন মন্ত্রী পুলক রায় বলেন তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের এই সমস্ত কর্মীরা তৃণমূলকে আগলে রেখেছেন এবং দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। আজ এইসব কর্মীদের সম্বোধিত করতে পেরে আমরা কৃতজ্ঞ।