সুমন তরফদার। কলকাতা সারাদিন।
আর জি কর-মামলার শুনানির দিকে তাঁকিয়ে রয়েছে বাংলা তথা সারা দেশ। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। কিন্তু আর জি কর-মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না (RG Kar Case SC Hearing)।
আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে।
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিস অনুযায়ী, আগামীকাল মহামান্য প্রধান বিচারপতি তিনি বসছেন না। ফলত এই ধরণের ক্ষেত্রে কোনও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা থাকে না। এবং এটা কিন্তু জুডিশিয়ারির যে ডেকোরাম রয়েছে, বিচারবিভাগীয় যে নিয়ম বা রীতি রয়েছে, তার মধ্যেই পড়ে। তাই কেন প্রধান বিচারপতি বসছেন না, এই ধরণের নোটিসের ক্ষেত্রে উল্লেখ করা হয় না।
শুধুমাত্র উল্লেখ করা হয়েছে , আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। তাই আগামীকাল আরজিকর মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারধীন রয়েছে, এবং যে মামলার শুনানি আগামীকাল হওয়ার কথা ছিল, সেই মামলার শুনানি পিছিয়ে গেল।