সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
ডেস্টিনেশন বেঙ্গল। ডেস্টিনেশন কলকাতা। বাংলায় নতুন ক্যাম্পাসের উদ্বোধন হলো ইনফোসিসের।
‘আজ একটা ঐতিহাসিক দিন’। নিউটাউনে ইনফোসিসের নতুন ক্যাম্পাসে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আমাদের ইচ্ছা ছিল, ইনফোসিস আসুক। আমাদের স্বপ্ন পূরণ করলেন’।
হাতিশালায় ১৭ একর জমিতে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ৪ হাজারের বেশি কর্মসংস্থান হবে বলে আশাবাদী তিনি।
ক্যাম্পাসের উদ্বোধনীতে মমতা বলেন, “আপনারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ৪ হাজারের বেশি কর্মসংস্থান হবে। এটা একটা ভাল উদ্যোগ। বাংলা এখন আইটি হাব। আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, তখন সেরকম সুযোগ ছিল না। বড় বড় দেশীয় ও বিশ্বমানের তথ্যপ্রযুক্তি সংস্থা যেমন- টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, আইবিএম, এরিকসন, টেক মহিন্দ্রা, অ্যাসেঞ্চার, আইটিসি, ইনফোটেক, ব্রিটিশ টেলকমের মতো সংস্থা এখানে রয়েছে। আমাদের ইচ্ছা ছিল, ইনফোসিস এখানে আসুক। আজ আপনারা আমাদের সেই স্বপ্ন পূরণ করলেন। প্রতিভার দিক থেকে দেশের মধ্যে এক নম্বরে বাংলা। আমাদের এখানে রয়েছে দক্ষ কর্মীও।”
মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যের ছেলে-মেয়েরা বিশ্বের সর্বত্র কাজ করছেন। এবছরও ৪৫ হাজারের বেশি ইঞ্জিনিয়ার এই ক্ষেত্রে পা রেখেছেন। তাঁদের মধ্যে অধিকাংশই কম্পিউটার ইঞ্জিনিয়ার। কাজেই, এটা ভবিষ্যতের জন্য খুবই উপকারের। আমাদের রয়েছে হিউম্যান ট্যালেন্ট পুলও। যার জেরে তথ্যপ্রযুক্তি হাব হিসাবে বাংলা এখন দেশের মধ্যে সবথেকে পছন্দের হয়ে উঠেছে। আমরা বাংলা সিলিকন ভ্যালি তৈরি করেছি। আমেরিকার আদলে যা তৈরি। আমরা সেখানে ২০০ একর জমি দিয়েছি। সেখানে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৭৫ হাজার কর্মসংস্থান তৈরি হবে। ২৮টি কোম্পানি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আরও ৪০টি কোম্পানি রয়েছে। তারা ইতিমধ্যে জমি নিয়েছে। এই সংস্থাগুলির মধ্যে ১১টি ডেটা সেন্টার তৈরি করছে। আমরা ইতিমধ্যে ২২টি আইটি পার্ক তৈরি করেছি।”
মঞ্চে ছিলেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘আমরা একটা অনুরোধ আছে, দয়া করে দেখবেন। আমরা ওদের সর্বস্তরে সহযোগিতা করব। এই এলাকাটি কলকাতা পুলিস ও বিধাননগর কমিশনারেটের লাগোয়া। সীমান্ত এলাকা, দু’জনের মধ্যে যেন ঠিকঠাক সমণ্বয় থাকে। দয়া করে দেখবেন, কোনও গণ্ডগোল যেন না হয়। তারা যেন শান্তি ও স্বচ্ছন্দে কাজ করতে পারে’।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘এটা রাজারহাট-নিউটাউন এলাকা। এখানে কত বিশ্ববিদ্য়ালয় রয়েছে। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়কে জমি দিয়েছিলাম। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ও আছে। এই এলাকাটা সত্যিই উন্নত। ২-১ কিমির মধ্যে লেদার হাব। সব লেদার ইন্ড্রাস্টি আসছে। ৫ লক্ষেরও বেশি মানুষ কাজ করছে। আরও ৫ লক্ষের কর্মসংস্থান হবে। আমি খুশি যে, আপনারা বলেছেন, চার হাজারেও বেশি লোক এখানে কাজ করবে। এটা খুব ভালো সিদ্ধান্ত’।
ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিস সম্প্রতি ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল (Infosys Result) প্রকাশ করে। এই ত্রৈমাসিকে সংস্থার রেভিনিউ এসে দাঁড়ায় ৪০,৯৮৬ কোটি টাকায়। আর এই মেয়াদের মধ্যে সংস্থা ৬৫০৬ কোটি টাকার মুনাফা করেছে যা কি না গত বছরের থেকেও ৪.৭ শতাংশ বেশি। আর এই বিপুল মুনাফার (Dividend Stock) কারণে ইনফোসিস শেয়ার পিছু ২১ টাকা ডিভিডেন্ড ঘোষণা করে।
দারুণ পারফরম্যান্সের জন্য কিছু কিছু কর্মীদের ৯০ শতাংশ পর্যন্ত বোনাস দেওয়ার কথা ঘোষণা করে এই সংস্থা। ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের দারুণ মুনাফার (Bonus Announcement) পরেই এই ঘোষণা করে সংস্থা।