সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
ফের অত্যধিক কাজের চাপে আত্মহত্যার অভিযোগ উঠল। এবার এই অভিযোগ করলেন এক ডেপুটি ব্যাঙ্ক ম্য়ানেজারের স্ত্রী। সোমবার সকালে অটল বিহারী বাজপেয়ী ট্রান্স হারবার লিঙ্ক থেকে ঝাঁপ দিয়েছিলেন এই ব্যক্তি।
কেন নিতে হল এমন সিদ্ধান্ত
40 বছর বয়সী ডেপুটি ম্যানেজার কর্মক্ষেত্রে সমস্যা নিয়ে চাপে ছিলেন।
ঘটনার পর পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা ঘটনাস্থলে তল্লাশি চালালেও ভাটার কারণে দেহ পায়নি। মঙ্গলবারও তল্লাশি চলবে বলে জানিয়েছে পুলিশ। সেউড়ি পুলিশ জানিয়েছে, ওই ডেপুটি ম্যানেজার একটি ব্যাঙ্কের ফোর্ট শাখায় কাজ করতেন। মূলত কলকাতার বাসিন্দা স্ত্রীকে নিয়ে পারেলে থাকতেন ওই ব্যক্তি।
কী বলছে পুলিশের তথ্য়
পুলিশ জানিয়েছে, ওই পরিবার সপ্তাহান্তে একটি ছোট ভ্রমণের জন্য লোনাভালায় গিয়েছিল। রবিবার ফিরেছিল সবাই। সোমবার সকালে ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে ব্যাঙ্কে যাওয়ার কথা জানিয়ে বাড়ি থেকে বের হন। পরে সকাল ৯টার দিকে দম্পতির মধ্যে শেষ কথা হয়। ওই ব্যক্তি তাঁকে টেক্সট করে জানান, তিনি অফিসে পৌঁছে গেছেন। পরে প্রায় 9.57 টার দিকে মুম্বাই পুলিশের প্রধান নিয়ন্ত্রণ কক্ষে একটি কল আসে। একজন জানান, এক ব্যক্তি SUV থামিয়ে অটল সেতু থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন।
পুলিশের একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে এসইউভিটি সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। দলটি তখন ফুটেজ পরীক্ষা করে দেখেছে, লোকটি সমুদ্রে ঝাঁপ দিয়েছে। সেউড়ি থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রোহিত খোট বলেছেন, গাড়ির মালিকের বিশদ বিবরণ, যেমন তার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর, আঞ্চলিক পরিবহণ অফিসের সহায়তায় সংগ্রহ করা হয়েছিল। তারপরই সব নিশ্চিত হওয়া গেছে।
কী কারণে আত্মহত্যার সিদ্ধান্ত
শোনা যাচ্ছে, ব্যাঙ্কে কিছু কাগজপত্র হারিয়েছিলেন ওই ব্য়ক্তি। যে কারণে সিনিয়রা অপমান করায় প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন তিনি। ওই ব্য়ক্তির স্ত্রী জানিয়েছেন, অফিসে কাজের অত্যধিক চাপের ফলেই এই সিদ্ধান্ত নিতে পারেন ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার।
গত দুই মাস ধরে টার্গেট পূরণের জন্য চাপ দিয়ে যাচ্ছিলেন সিনিয়ররা। লক্ষ্য পূরণ না হলে বেতন কেটে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিচ্ছিলেন তাঁরা। এমনই নোট লিখে রেখে আত্মহত্যার পর বেছে নিলেন Bajaj Finance-এর এক কর্মী। ৪২ বছরের ওই ব্যক্তি এরিয়া ম্যানেজার হিসাবে কাজ করতেন। উত্তরপ্রদেশের ঝাঁসির এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই অভিযোগ নিয়ে অবশ্য এখনও কোনও বিবৃতি জারি করেনি Bajaj Finance।