ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu attacks Mamata : “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের নাম কাটার টার্গেট করেছেন”বিষ্ফোরক অভিযোগ শুভেন্দুর

Suvendu attacks Mamata : “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের নাম কাটার টার্গেট করেছেন”বিষ্ফোরক অভিযোগ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের নাম কাটার টার্গেট করেছেন। অথচ এর সকলেই মনে প্রাণে বাঙালি। তাঁর টার্গেট ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুর, কলকাতার পোর্ট এরিয়া সহ যেখানে হিন্দিভাষী বাঙালিরা থাকেন।” কলকাতার পদযাত্রা থেকে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের....

Suvendu attacks Mamata : “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের নাম কাটার টার্গেট করেছেন”বিষ্ফোরক অভিযোগ শুভেন্দুর

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu attacks Mamata : “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের নাম কাটার টার্গেট করেছেন”বিষ্ফোরক অভিযোগ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের নাম কাটার টার্গেট করেছেন। অথচ এর সকলেই মনে প্রাণে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

“মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের নাম কাটার টার্গেট করেছেন। অথচ এর সকলেই মনে প্রাণে বাঙালি। তাঁর টার্গেট ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুর, কলকাতার পোর্ট এরিয়া সহ যেখানে হিন্দিভাষী বাঙালিরা থাকেন।” কলকাতার পদযাত্রা থেকে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পাশাপাশি তিনি বলেন, “আরও একটা টার্গেটও করেছেন। যাঁরা এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তাঁদের। বর্ডার এলাকার ভোটারদের টার্গেট করছে। যাঁরা উদবাস্তু হয়েছেন ধর্মীয় কারণে, তাঁদের নাম কাটার জন্য এরা তৈরি হয়েছে। আমরা তথ্য দিয়েছি, কৃষ্ণনগরের বিডিও ৯৮ জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে নোটিস দিয়েছেন। কার কথায় জানেন? রহিম শেখ তৃণমূলের নেতা তিনি প্যাডে অভিযোগ করেছেন। বিডিও তাড়াহুড়ো করে, তৃণমূলের পা চাটতে গিয়ে নিজের মেয়েকেও নোটিস করেছেন। আমাদের মতুয়া সমাজের ভোটার, নমঃশুদ্রদের ধরে নোটিস দেওয়া হয়েছে।”

তালিকায় হিন্দুদের নাম বেছে-বেছে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি। বুধবার কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে সেই মিছিলের। কোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই ময়দানে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে যোগ দেন বিজেপি নেতা কৌস্তভ বাগচীরা। এদিন তিনি বলেন, ‘বাংলাদেশ সীমান্তে নমশূদ্র ভোটার আছে, তাদেরও নাম কাটার পরিকল্পনা চলছে।হিন্দুদের একটা ভোটারেরও নাম কাটলে লড়াই করবে বিজেপি।’

শুভেন্দু বলেন, “আমি যুব মোর্চাকে ধন্যবাদ জানাব। মিছিলে উপস্থিত হয়েছেন একাধিক বিজেপি বিধায়ক। আমাদের তিনটের সময় কর্মসূচি ছিল। হাইকোর্ট বলেছে ৪টের সময় আপনারা হাঁটবেন। এক হাজার লোক নিয়ে হাঁটতে হবে। ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হবে। আমি সহ আর কয়েকজন সিও অফিসে যাব।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ত্রাতার ভূমিকায় হাইকোর্ট অবতীর্ণ হলেন। আর ডোরিনা ক্রসিংয়ে কোনও সভা হাইকোর্ট অনুমতি দেয়নি। আর আমরা কোর্টের প্রতিটি অর্ডার অক্ষরে-অক্ষরে পালন করব।” একই সঙ্গে তিনি এও বলেন, “২৮ তারিখের সিও ইনচার্জ সকল রাজনৈতিক দল নিয়ে মিটিং ডেকেছিলেন। ওই সিও ইনচার্জ স্বীকার করেছেন কৃষ্ণনগর টু এবং বাগদায় অতিসক্রিয়তা ভুল হয়েছে। আমি হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনাদের একটা নাম যদি কাটে, ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে কোর্ট পর্যন্ত লড়বে।”

আজকের খবর